রোববার পাকিস্তানের বিপক্ষে ফাইনাল খেলবে আফগানিস্তান |ইন্টারনেট

আরব আমিরাতের বিপক্ষে আফগানিস্তানের নাটকীয় জয়

নাটকীয় জয় পেল আফগানিস্তান। রোমাঞ্চকর লড়াই শেষে একদম শেষ বলে এসে মিললো স্বস্তি। শেষ মুহূর্তে এসে হার এড়ালো দলটা। শারজায় আরব আমিরাতকে ৪ রানে হারায় আফগানরা।

শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ১৭ রান। ফরিদের প্রথম ৩ বলে ১২ রান নিয়ে ফেলেন আসিফ খান। মনে হচ্ছিল জিতেই যাবে আরব আমিরাত। কিন্তু বাকি ৩ বলে কিছুই করতে পারলেন না মারকুটে ব্যাটার।

ত্রিদেশীয় সিরিজে প্রথম পর্বের শেষ ম্যাচে শুক্রবার রাতে মুখোমুখি হয় দুই দল। যেখানে আগে ব্যাট করে ৪ উইকেটে ১৭০ রান করে আফগানিস্তান। জবাবে ১৬৬ রানে থামে আমিরাতের ইনিংস।

রানের হিসেবে আফগানিস্তানের এটি তৃতীয় ক্ষুদ্রতম জয়। এর আগে বাংলাদেশের বিপক্ষে ১ রানে ও শ্রীলঙ্কার বিপক্ষে ৩ রানে জেতার রেকর্ড আছে তাদের।

টানা চার হারে ত্রিদেশীয় সিরিজ শেষ আরব আমিরাতের। ফাইনালে খেলা হচ্ছে না তাদের। তিনটি করে জয় নিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তান ও আফগানিস্তান। রোববার গড়াবে ফাইনাল।

এই ম্যাচে দুই দলের কেউই পঞ্চাশোর্ধ রান করতে পারেননি। উদ্বোধনী জুটিতে ১২ ওভারে ৯৮ রান যোগ করেন আফগানিস্তানের দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান।

দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ বলে ৪৮ রানের ইনিংস খেলেন ইব্রাহিম। আর গুরবাজ ৩৮ বলে করেন ৪০ রান। এছাড়া করিম জানাত ১৪ বলে ২৮, গুলবদিন নাইব ১৪ বলে ২০ রানে অপরাজিত থাকেন।

আরব আমিরাতের হয়ে ২৩ রানে ২ উইকেট নেন হায়দার আলি।

অন্যদিকে আমিরাতের উদ্বোধনী জুটিতে আসে ৬৫ রান। আলিশান শারাফু ২৩ বলে ২৭ ও অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম ২৯ বলে খেলেন ৪৪ রানের ইনিংস। শেষ দিকে ২৮ বলে ৪০ রান করেন আসিফ।

কিন্তু তাদের এই ইনিংস দলকে জেতাতে পারেননি। সম্ভাবনা জাগিয়েও হেরে গেছে একদম শেষ মুহূর্তে।