জয়ই মুখ্য, বললেন হৃদয়

জয়ই মুখ্য, বললেন হৃদয়

হংকংয়ের বিপক্ষে দাপুটে জয়ে টি ২০ এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ। গত পরশু আবুধাবিতে সাত উইকেটের জয়ের পর বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয় ম্যাচ-উত্তর সংবাদ সম্মেলনে বলেছেন, হংকংয়ের বিপক্ষে নিজেদের টুর্নামেন্টসূচক ম্যাচে জয় নিশ্চিত করাই ছিল মূল লক্ষ্য। এজন্য রান তাড়া করতে নেমে ঝুঁকিপূর্ণ শট খেলা থেকে নিজেদের নিবৃত্ত রাখেন। তাতে হেরে যাওয়ার সম্ভাবনা থাকত বলে মনে করেন হৃদয়।

আফগানিস্তানের বিপক্ষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে হংকং ৯৪ রানে হেরে যাওয়ার পর আলোচনায় উঠে আসে রানারেটের বিষয়। বি-গ্রুপে বাংলাদেশ ও আফগানিস্তানের সঙ্গে শ্রীলংকা থাকায় রানরেটের প্রসঙ্গ ঘুরেফিরে আসছে। কেননা, গ্রুপপর্ব শেষে এই তিন দলের পয়েন্ট সমান হলে রানরেট হতে পারে বিবেচ্য বিষয়। বাংলাদেশ আজ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে শ্রীলংকার বিপক্ষে। যাদের সঙ্গে সাম্প্রতিককালে ক্রিকেটীয় দ্বৈরথ নতুন মাত্রা পেয়েছে। এদিকে ভারতের সাবেক ব্যাটার ওয়াসিম জাফর বলেছেন, ‘শ্রীলংকাকে হারালে সুপার ফোর নিশ্চিত হবে বাংলাদেশের।

হংকং ম্যাচের পর নেট রানরেটে আফগানিস্তানের চেয়ে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। সেই ম্যাচে ১৪৪ রান তাড়া করতে নেমে বাংলাদেশ জেতে ১৪ বল হাতে রেখে। ৩৬ বলে ৩৫ রান করা হৃদয় বলেন, ‘আমরা ম্যাচটা আগে শেষ করে দিতে পারতাম। পরিস্থিতির চাহিদা অনুযায়ী ব্যাট করেছি। আমরা সব সময় জিততে চাই। এটাই আমাদের মনোভাব। ম্যাচটা যাতে আমাদের হাত থেকে ফসকে না যায়, সেটা নিশ্চিত করতে চেয়েছি। আমরা আরও আগে ম্যাচটা শেষ করে দিতে চেয়েছিলাম। কিন্তু আমি ঠিকমতো ব্যাটে-বলে সংযোগ ঘটাতে পারিনি। আমি মনে করি, আরও দুই-এক ওভার আগে ম্যাচ শেষ করার চেয়ে ফলটা বেশি গুরুত্বপূর্ণ।’

টি ২০ ক্রিকেটে যে কোনো কিছু হতে পারে, বহুল চর্চিত একথার পুনরাবৃত্তি ঘটিয়ে হৃদয় দাবি করেন, তারা সপ্রতিভ ক্রিকেট খেলেছেন। সেই সঙ্গে তার প্রত্যয়, ‘আমরা শ্রীলংকা ও আফগানিস্তানকেও হারাতে চাই। এখনই রানরেট নিয়ে চিন্তিত নই। সবে টুর্নামেন্ট শুরু করেছি।

এত আগে বিষয়টিকে জটিল করে তুলতে চাই না।’