ফের ব্যর্থ সাকিব, তাহিরের ফাইফারে উড়ে গেল অ্যান্টিগা
ক্যারিবীয় প্রিমিয়ার লিগে (সিপিএল) আরেকটি ম্লান দিন দেখলেন সাকিব আল হাসান। অবশ্য চলতি আসরজুড়ে তিনি সেই বৃত্তে ঘুরপাক খাচ্ছেন। আগের ম্যাচগুলোয় একটি করে ওভার পাওয়া সাকিব আজ (শনিবার) করলেন দুই ওভার। সেখানে ১৬ রান খরচের পর ব্যাট হাতে ৮ রান করেই বিদায়। অ্যান্টিগা এবং বারবুডা ফ্যালকন্সও বড় ব্যবধানে হেরেছে। ইমরান তাহিরের ফাইফারে ৮৩ রানে জিতেছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।
অ্যান্টিগার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে গায়ানা ২১১ রানের বড় পুঁজি গড়ে। শাই হোপ ও শিমরন হেটমায়ারদের সামনে অসহায় হয়ে ছিলেন অ্যান্টিগার বোলাররা। যদিও মাত্র ৯ রানে ওপেনার বেন ম্যাকডারমটকে হারিয়ে শুরুটা ভালো ছিল না গায়ানার। এরপর ধীরগতির ইনিংসে ১০.৪ ওভারে ৬৪ রানে তারা দ্বিতীয় উইকেট হারায়। বাকি ৯.২ ওভারে ঝড় বইয়ে দিয়েছেন হোপ-হেটমায়াররা। তুলেছেন ১৪৭ রান।
ম্যাকডারমট ৮ এবং কেভলন অ্যান্ডারসন ২৫ বলে ২২ রানে আউট হওয়ার সময় হয়তো গায়ানার পুঁজি কতদূর যাবে সেই শঙ্কা ছিল। ৪৪ বলে ১০৬ রানের জুটিতে সেটি পুরোপুরি উড়িয়ে দেন হোপ-হেটমায়ার। শুরুতে ধীরগতিতে রান তোলা হোপ অবশ্য পরে সেটি পুষিয়ে দিয়েছেন। ৫৪ বলে ৬টি চার ও ৫ ছক্কায় করেন ৮২ রান। হেটমায়ার ২৬ বলে ৫টি করে চার-ছক্কায় ৬৫ এবং রোমারিও শেফার্ড ৮ বলে ২৫ রানের ক্যামিও ইনিংস খেললে গায়ানা বড় সংগ্রহ পেয়ে যায়।
অ্যান্টিগার পক্ষে ১টি করে উইকেট নিয়েছেন ইমাদ ওয়াসিম, জেইডেন সিলস ও ওবেদ ম্যাককয়। সাকিব ২ ওভারে ১৬ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। অন্যদিকে, পেস অলরাউন্ডার শামার স্প্রিংগার ৪ ওভারে খরচ করেছেন ৬১ রান। যা অ্যান্টিগার হয়ে সর্বোচ্চ রান দেওয়ার রেকর্ড, এ ছাড়া কোনো উইকেটও পাননি তিনি।
বড় লক্ষ্য তাড়ায় দ্রুতই দুই ওপেনারকে হারালেও ২.২ ওভারে ৪১ রান তুলে ফেলেছিল অ্যান্টিগা। করিমা গোরের আগ্রাসী ব্যাটিংয়ে উইকেট হারানোর চাপ সামলে ওঠার ইঙ্গিত থাকলেও, তিনি ফেরেন ১৪ বলে ৩১ রান করে। এটাই ছিল সাকিবদের দলের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। এরপর উইকেটের মিছিল থামাতে পারেনি অ্যান্টিগা। সাকিব ৭ বলে করেন ৮ রান। এ ছাড়া বেভন জ্যাকবস ২৬ ও ফ্যাবিয়ান অ্যালেনের ২২ রান ছাড়া আর কেউই বলার মতো রান পাননি।
তাহিরের ঘূর্ণির সামনে মাত্র ১৫.২ ওভারেই ১২৮ রানে গুটিয়ে যায় অ্যান্টিগার ইনিংস। ৪ ওভারে মাত্র ২১ রান খরচায় সাবেক এই দক্ষিণ আফ্রিকান লেগস্পিনার ৫ উইকেট নিয়েছেন। এ ছাড়া ডোয়াইন প্রিটোরিয়াস ও রোমারিও দুটি করে শিকার করেন।
এএইচএস