এবি ডি ভিলিয়ার্স,Ei Samay

২০২৬ IPL-এ ফিরছেন ডি ভিলিয়ার্স? নিজেই দিলেন ইঙ্গিত

১৭ বছর অপেক্ষার পরে গত মরশুমে IPL-এ চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। স্বপ্ন সত্যি হয়েছে বিরাট কোহলির। তবে সেলিব্রেশনের সময়ে তাঁর দীর্ঘদিনের সঙ্গীদের ভুলে যাননি বিরাট। মঞ্চে ডেকে নিয়েছিলেন ক্রিস গেইল ও এবি ডি ভিলিয়ার্সকে। তাঁরাও হয়ে উঠেছিলেন টিমের অঙ্গ। ২০২১ সালে অবসর নেওয়ার আগে IPL-এ ১০ বছর শুধু এই দলের হয়েই খেলেছেন ডি ভিলিয়ার্স। সম্প্রতি ফের চর্চায় উঠে এসেছেন এই তারকা ক্রিকেটার। এক সাক্ষাৎকারে, ফের IPL-এ ফেরার ইঙ্গিত দিলেন ডি ভিলিয়ার্স। কী বললেন তিনি?

RCB-তে ফেরা নিয়ে কী বললেন ডি ভিলিয়ার্স?

IANS-কে দেওয়া একটি সাক্ষাৎকারে ডি ভিলিয়ার্স ইচ্ছাপ্রকাশ করেন IPL-এ ফেরার। তিনি বলেন, ‘আমি হয়তো ভবিষ্যতে আবার IPL-এ ফিরতে পারি। তবে অন্য ভূমিকায় দেখা যেতে পারে আমায়। যদিও একটা গোটা মরশুমের জন্য পেশাদার ভাবে কোনও দলের সঙ্গে যুক্ত হওয়াটা এখন কঠিন। সেই সময়টা পেরিয়ে এসেছি অনেকদিন আগেই। তবে কোনও সম্ভাবনাই উড়িয়ে দেওয়া যায় না। যদি RCB মনে করে মেন্টর বা কোচ হিসেবে আমার কোনও ভূমিকা রয়েছে দলে, তবে অবশ্যই ফিরব এই ফ্র্যাঞ্চাইজ়িতে।’

AB de Villiers 🎙️

My heart is with RCB and always will be. So, if I steps into coaching or mentoring, it will only be RCB. pic.twitter.com/NJ4DfpfB0R

RCB সমর্থকদের মধ্যে ডি ভিলিয়ার্সের জনপ্রিয়তা প্রবল। তাই তিনি ফিরলে আরও চর্চা বাড়বে টিমকে নিয়ে, সেটা যে ভূমিকাতেই হোক না কেন।

AB De Villiers

RCB-র হয়ে ডি ভিলিয়ার্সের কেরিয়ার

২০০৮ সালে দিল্লি ক্যাপিটালসের হয়ে IPL-এ খেলা শুরু করেন এবি ডি ভিলিয়ার্স। তিন মরশুম কাটিয়ে ২০১১ সালে যোগ দেন রয়্যাল চ্যালেঞ্জ বেঙ্গালুরুতে। ১০ বছর কাটিয়েছেন এই ফ্র্যাঞ্চাইজ়িতে।

১৫৭ ম্যাচ খেলে ৪১.১০ গড়ে করেছেন মোট ৪৫২২ রান। স্ট্রাইক রেট ছিল ১৫৮.৩৩। এর মধ্যে রয়েছে ২টি সেঞ্চুরি ও ৩৭টি হাফ সেঞ্চুরি। ডি ভিলিয়ার্স দলে থাকাকালীন দু’বার ফাইনালে পৌঁছেছিল RCB, তবে অধরাই থেকে গিয়েছিল খেতাব।

AB De Villiers