বাংলাদেশের বিপক্ষে বুমরাহ খেলবেন কিনা- যা জানা গেল

বাংলাদেশের বিপক্ষে বুমরাহ খেলবেন কিনা- যা জানা গেল

ভারতের বোলিং আক্রমণের মূল অস্ত্র জাসপ্রিত বুমরাহ। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে এশিয়া কাপের সব ম্যাচে তাকে খেলাচ্ছে না ভারত। এখন পর্যন্ত চার ম্যাচের একটিতে বিশ্রামে ছিলেন তিনি। বাংলাদেশের বিপক্ষে ম্যাচেও এই পেসারকে বিশ্রাম দেয়া হবে কিনা সেটি রায়ান টেন ডেসকাটের কাছে জানতে চাওয়া হয়েছিল। ভারতের সহকারী কোচ জানিয়েছেন, বাংলাদেশের বিপক্ষে তাকে বিশ্রাম দেয়ার সম্ভাবনা খুবই কম।

পিঠে হালকা ব্যথা থাকায় ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে খেলেননি বুমরাহ। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য এশিয়া কাপে ডানহাতি পেসারকে খেলানো নিয়েও সংশয় ছিল। তবে বুমরাহকে নিয়েই এশিয়ার সেরা হওয়ার লড়াইয়ে নামে ভারত। এখন পর্যন্ত চার ম্যাচের তিনটিতে খেলে ৩ উইকেট নেন তিনি। সবশেষ ম্যাচে বল হাতে বেশ খরুচে ছিলেন বুমরাহ। সুপার ফোরের সেই ম্যাচে অবশ্য পাকিস্তানকে হারিয়েছে ভারত।

সাম্প্রতিক সময়ে বুমরাহকে বেছে বেছে ম্যাচ খেলাচ্ছে টিম ম্যানেজমেন্ট। সুপার ফোরে শেষ দুই ম্যাচের একটিতে তাই বিশ্রাম দেয়া হতে পারে তাকে। পরিসংখ্যান ও শক্তি-সামর্থ্যে এগিয়ে থাকায় সেটা বাংলাদেশের বিপক্ষেই হবে কিনা সেটাই প্রশ্ন। যদিও টেন ডেসকাট নিশ্চিত করেছেন, ২৪ সেপ্টেম্বরের ম্যাচে বুমরাহকে বিশ্রাম দেয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

রায়ান বলেন, ‘দেখুন, আজকে রাতে পাকিস্তান ও শ্রীলঙ্কার একটা ম্যাচ আছে আর কাল (২৪ সেপ্টেম্বর) রাতে আমাদের খেলা। তাহলে আমরা বুঝতে পারব পয়েন্ট টেবিলে কার কী অবস্থান। কিন্তু আপনি কোয়ালিফাই করেছেন এমনটা জেনে শেষ ম্যাচ খেলবেন, এটার সম্ভাবনা খুব কম। আমি এটা বলতে পারি তার (বুমরাহ) বিশ্রাম পাওয়ার সম্ভাবনা কম।’

পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কা হেরে যাওয়ায় বাংলাদেশকে হারাতে পারলেই সবার আগে ফাইনালে উঠবে ভারত। যদিও তখনও তাদের হাতে এক ম্যাচ থাকবে। ২৬ সেপ্টেম্বর ভারতকে আনুষ্ঠানিকতার ম্যাচ খেলতে হবে শ্রীলঙ্কার বিপক্ষে। এমনটা হলে ফাইনালের আগে সুপার ফোরের শেষ ম্যাচে বুমরাহকে বিশ্রাম দিতে পারে ভারত।

টেন ডেসকাট বলেন, ‘শেষ ম্যাচে যদি আমাদের তাকে বিশ্রাম দেয়ার সুযোগ থাকে তাহলে আমরা সেটা বিবেচনা করতে পারি। তবে আমি এটা বলব যে প্রতিটা ম্যাচের জন্য আমরা আমাদের সেরা একাদশ বেছে নিব। অবশ্যই, সে সেটার জন্য ফিট আছে।’ ফলে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে আপাতত বুমরাহর খেলার সম্ভাবনাই বেশি।

এএল