২ অক্টোবর থেকে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ |সংগৃহীত

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি ঘোষণা

আগেই জানা গিয়েছিল যে দীর্ঘ হচ্ছে বাংলাদেশ দলের আরব আমিরাত সফর। এশিয়া কাপ শেষে সেখানেই আফগানিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে টাইগাররা।

এবার প্রকাশ পেয়েছে সেই সিরিজের সূচি। ২ অক্টোবর থেকে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ। যেখানে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দু’দল।

আগামী ৯ সেপ্টেম্বর আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। ২০ ওভারের ফরম্যাটে এই মহাদেশীয় আসরটি ২৮ সেপ্টেম্বর পর্দা নামবে। আর এরপরই শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ।

রোববার (২৪ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) যার দিনক্ষণ ঘোষণা করে। সিরিজের সবগুলো ম্যাচই হবে দুবাইয়ে।

২ অক্টোবর শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পরের দুই ম্যাচ যথাক্রমে ৩ ও ৫ অক্টোবর। ওয়ানডে সিরিজ শুরু হবে ৮ অক্টোবর, বাকি দুই ম্যাচ হবে ১১ ও ১৪ অক্টোবর।