,গ্রাফিক্স: রাতুল মণ্ডল

IND vs PAK Highlights: শেষ বলে সূর্যর ছক্কা, ম্যাচ জয় ভারতের

এশিয়া কাপে বড় ম্যাচ

ভারত ও পাকিস্তান গ্রুপস্তরে তাদের দ্বিতীয় ম্যাচে একে অন্যের বিরুদ্ধে খেলতে নামছে।

কোথায় ও কখন হবে ম্য়াচ?

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাত ৮টা থেকে শুরু হবে ম্যাচ।

কোথায় দেখানো হবে ম্যাচ?

টিভিতে সোনি স্পোর্টস নেটওয়ার্কে দেখা যাবে ম্যাচ। সোনি স্পোর্টস টেন ১, সোনি স্পোর্টস টেন ৩, সোনি স্পোর্টস টেন ৪, সোনি স্পোর্টস টেন ৫ চ্যানেলে সরাসরি দেখা যাবে ম্যাচ। তা ছাড়াও SonyLIV অ্যাপ ও ওয়েবসাইটেও লাইভ স্ট্রিমিং হবে ম্যাচের।

ম্যাচ নিয়ে বিতর্ক

এই ম্যাচটা হওয়া নিয়ে সমর্থকরা দু'ভাগ। এক পক্ষ খেলার পক্ষে আর অন্য পক্ষ বিপক্ষে। পহেলগামে হামলার ঘটনার পর ভারত ও পাকিস্তানের খেলা উচিত নয় বলে দাবি করছেন অনেকে।

সমর্থকরা ম্যাচের বিরোধিতা করছেন

#WATCH | Karnataka: People protest in Bengaluru, opposing the India vs Pakistan match today in Asia Cup. pic.twitter.com/EOif87t0ZN

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে ক্রিস গেইল

It's the #IndvsPak game again & it always brings excitement for fans across the globe. Both teams have moved on from their superstars, and it's the new era for the rivalry. The atmosphere will be great & hope for a cracker of a game. #AsiaCup2025 @Dafabet

প্রতীকী প্রতিবাদের পথে টিম ইন্ডিয়া?

ভারতীয় দলের কিছু সদস্য ম্যাচ চলাকালীন ‘প্রতীকী প্রতিবাদ’ জানাতে পারেন। করমর্দন এড়িয়ে যাওয়া, কালো আর্মব্যান্ড পরা, কিংবা অন্য কোনও নীরব বার্তা দেওয়া হতে পারে।

সমর্থকদের জন্য কড়াকড়ি

স্টেডিয়ামে সমর্থকরা বাজি, ধারালো বস্তু, ছাতা, স্কুটার, কাচের জিনিস, পোষ্য, দুই দেশের পতাকা বা পোস্টার নিয়ে প্রবেশ করতে পারবেন না। কেউ নিয়ম ভাঙলে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হতে পারে। নিয়ম ভাঙলে তাঁকে ৫ থেকে ৩০ হাজার দিরহাম জরিমানা ও জেলও হতে পারে।

India vs pakistan

স্টেডিয়ামে টিম ইন্ডিয়া

সামনে-পিছনে পাঁচটা পুলিশের গাড়ি। কড়া পাহারায় স্টেডিয়ামে টিম ইন্ডিয়া।

#WATCH | Dubai | Team India arrives at Dubai International Cricket Stadium for their match against Pakistan in the Asia Cup 2025 pic.twitter.com/JdnFP0ARGz

টস আপডেট

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত পাকিস্তানের।

ভারতের প্রথম একাদশ

অভিষেক শর্মা, শুবমান গিল, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, সঞ্জু স্যামসন, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, জশপ্রীত বুমরা

পাকিস্তানের প্রথম একাদশ

সাহিবজ়াদা ফারহান, সাইম আয়ুব, মহম্মদ হ্যারিস, ফখর জ়ামান, সলমন আলি আঘা, হাসান নওয়াজ়, মহম্মদ নওয়াজ়, ফাহিম আশরফ, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম, আবরার আহমেদ

ইনিংস শুরু

ব্য়াট হাতে সাইম আয়ুব ও শাহিবজ়াদা ফারহান। বোলিংয়ে হার্দিক।

আউট

হার্দিকের বলে বুমরার ক্যাচ। আউট সাইম আয়ুব।

দ্বিতীয় উইকেট ভারতের

এ বার বুমরা। হার্দিকের হাতে ক্য়াচ তুলে আউট মহম্মদ হ্য়ারিস। ৩ রান করে ফিরলেন।

৫ ওভার শেষ

পাকিস্তানের রান ২ উইকেটে ৩৪। ক্রিজে আছেন ফখর (১৬) ও ফারহান (১১)।

তৃতীয় উইকেট

অক্ষরের বলে স্টেপ আউট করে মারার চেষ্টা। লং অনে থাকা তিলকের হাতে ক্যাচ তুলে দিলেন ফখর জ়ামান। করলেন ১৭ রান।

চতুর্থ উইকেট, ফিরলেন সলমন আলি আঘা

অক্ষরের স্পেল। আউট পাক অধিনায়ক সলমন আলি আঘা। করলেন মাত্র ২ রান। পাকিস্তানের রান ১০ ওভারে ৪৯।

পঞ্চম উইকেট, ধুঁকছে পাকিস্তান

পেসারদের পর স্পিনারদের দাপট। হাসান নওয়াজ়কে ফেরালেন কুলদীপ যাদব। অক্ষরের হাতে ক্যাচ তুলে মাত্র ৫ রান করে ফিরলেন তিনি।

ষষ্ঠ উইকেটের পতন

পাকিস্তানের ব্যাটাররা আয়ারাম গয়ারাম। ফিরলেন মহম্মদ নওয়াজ়। অক্ষর প্য়াটেলের দুর্দান্ত স্পেল।

সপ্তম উইকেটের পতন

অক্ষরের তৃতীয় উইকেট। সাহিবজ়াদা ফারহানকে ফেরালেন তিনি। ৪০ রান করলেন ফারহান। ক্যাচ নেন হার্দিক পান্ডিয়া।

অষ্টম উইকেট

বরুণের বলে LBW ফাহিম আসরফ। করলেন ১১ রান।

বুমরার ঝটকা

ইয়র্কার। বুমরার বলে ক্লিন বোল্ড মুকিম। নবম উইকেট পাকিস্তানের।

শেষবেলায় লড়াই শাহিনের

শেষ ওভারে হার্দিক পান্ডিয়াকে একের পর এক ছক্কা মারলেন শাহিন আফ্রিদি। তিনি শেষ ওভারে হার্দিককে পরপর দুটো ছক্কা মারেন।

ইনিংস শেষ

শেষের দিকে শাহিনের লড়াই। ৯ উইকেটে ১২৭ রানে শেষ করল পাকিস্তান।

শুরু দ্বিতীয় ইনিংস

ওপেনে অভিষেক শর্মা ও শুবমান গিল। বল হাতে শাহিন শাহ আফ্রিদি।

প্রথম উইকেট হারাল ভারত

স্টেপ আউট করতে গিলে বল মিস। সাইম আয়ুবের বলে ১০ রানে আউট শুবমান গিল। ২ ওভার শেষে ভারতের রান ২২।

ফিরলেন অভিষেক শর্মা

বড় শট খেলতে গিয়ে মিস হিট। ১৩ বলে ৩১ রান করে আউট অভিষেক শর্মা। এই উইকেটটিও নিলেন সাইম আয়ুব।

৮ ওভার শেষ

ভারতের রান ২ উইকেটে ৭১। ক্রিজে আছেন তিলক বর্মা (১৯) ও সূর্যকুমার যাদব (৯)।

হাফ সেঞ্চুরির পার্টনারশিপ

৫০ পেরিয়ে গেল সূর্যকুমার যাদব ও তিলক বর্মার পার্টনারশিপ।

আউট তিলক

৩১ বলে ৩১ রান করে ফিরলেন তিলক বর্মা। ভারতের রান ১২.২ ওভারে ৯৭। জিততে দরকার ৩১। সাইম আয়ুবের তৃতীয় উইকেট এটা।

১০০ পার ভারতের

১৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০০ রান করল ভারত। জিততে দরকার ২৮।

ম্যাচ শেষ, জয় ভারতের

১৫.৫ ওভারে জিতে গেল ভারত। তিন উইকেট হারিয়ে এই রান করল। সাত উইকেটে জয় পেল।