পতাকা নিয়ে সমর্থকদের ছবি দেখা যাবে না,সৌজন্যে ANI

জাতীয় পতাকা থাকলেও জরিমানা, ‘অপারেশন সিঁদুর’ আবহে নজিরবিহীন সতর্কতা দুবাইয়ে

এ বার ভারত পাকিস্তান ম্যাচটা বাকি ম্যাচগুলোর থেকে আলাদা। কারণ এ বার ম্যাচটা হচ্ছে দুই দেশের মধ্যে অশান্ত পরিস্থিতিতে। এই ম্যাচ নিয়ে সমর্থকরা দুভাগ। কেউ চাইছেন ম্যাচ হোক, আবার কেউ চাইছেন ম্যাচ বয়কট হোক। তাই এই ম্যাচে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি না হয় সেই কারণে দুবাই পুলিশ বাড়তি সতর্কতা নিয়েছে। নিরাপত্তার জন্য একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে, সাধারণ ম্যাচের থেকে এই ম্যাচে তিন গুণ পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সমর্থকদের উপরেও নিষেধাজ্ঞা রয়েছে। কোন সমর্থক পোস্টার, পতাকা, সেলফি স্টিক, বড় ক্যামেরা, বাজি নিয়ে প্রবেশ করতে পারবেন না। এক পুলিশকর্তা বলেন, বর্তমানে পরিস্থিতি যেই দিকে গিয়েছে তাতে আমরা সবরকম ব্যবস্থা নিচ্ছি।

সমর্থকদের জন্য নির্দেশ

দুবাইয়ের ইভেন্ট সিকিউরিটি কমিটি সমর্থকদের জানিয়েছেন, নিরাপত্তার সঙ্গে কোনও আপোস নয়। দুবাইয়ের সংবাদসংস্থা গালফ নিউজে প্রকাশ, আয়োজকদের পক্ষ থেকে সমর্থকদের বলা হয়েছে, ম্যাচ শুরুর তিন ঘণ্টা আগে সমর্থকদের স্টেডিয়ামে প্রবেশ করতে হবে। স্টেডিয়ামে একবারই প্রবেশ করা যাবে।

𝐀𝐬𝐢𝐚 𝐂𝐮𝐩 𝟐𝟎𝟐𝟓: 𝟔𝐭𝐡 𝐌𝐚𝐭𝐜𝐡

Fans queueing in for India Vs Pakistan at Dubai International Cricket Stadium.

⏱️: 8:00 PM
📍: Dubai #AsiaCup2025 | #INDvsPAK | #AsiaCup | #IndiaVsPakistan pic.twitter.com/lYAVylros0

পাশাপাশি নিষিদ্ধ জিনিসের একটি তালিকাও শেয়ার করা হয়েছে। যেখানে রয়েছে বাজি, ধারালো বস্তু, ছাতা, স্কুটার, কাচের জিনিস ও পোষ্য। দুই দেশের পতাকা বা পোস্টারও নেওয়া যাবে না। সাধারণত নিয়মগুলো সাংবাদিকদের জন্য প্রযোজ্য থাকে না, কিন্তু এ বার সাংবাদিকদের জন্যও একাধিক নিয়ম জারি করা হয়েছে। কেউ নিয়ম ভাঙলে তাঁর অ্যাক্রিডেশন কার্ডও বাতিল করা হবে বলে জানানো হয়েছে।

স্টেডিয়ামে ঢোকার সময় তো চেকিং হবে, স্টেডিয়ামে খেলা চলাকালীনও পুলিশ সমর্থকদের পরীক্ষা করতে পারে। কেউ নিয়ম ভাঙলে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হতে পারে। নিয়ম ভাঙলে ৫ থেকে ৩০ হাজার দিরহাম জরিমানা ও জেলও হতে পারে।