পাক জাতীয় সঙ্গীতের বদলে আইটেম সং, ভিডিয়ো ভাইরাল হতে ‘জলেবি বেবি’-র স্রষ্টা বললেন...
এশিয়া কাপের মেগা ম্যাচে একের পর এক ঘটনায় চরম অস্বস্তিতে পাক ক্রিকেটাররা। দিনের শেষে বাইশ গজে ভারতের সামনে স্বস্তি দিল না স্কোর বোর্ডও। রবিবার মেগা ম্যাচে প্রথম বল পিচে গড়ানোর আগেই চরম লজ্জায় পড়েন পাক ক্রিকেটাররা। পাকিস্তানের জাতীয় সঙ্গীত ‘পাক সরজামিন...’ বাজার বদলে বেজে ওঠে 'জালেবি বেবি' বলে একটি আইটেম সং। যার ফলে দৃশ্যতই বিরক্তি হন এবং চরম অস্বস্তি ফুটে ওঠে পাকিস্তানের খেলোয়াড়দের মুখে। মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই ভিডিয়ো। এই জাতীয় সঙ্গীত বিভ্রাট নিয়ে মস্করা করতে ছাড়েননি খোদ গানটির গায়ক ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান গায়ক টেশার ওরফে হিতেশ শর্মা।
টেশারের ২০২১ সালের গান ‘জালেবি বেবি’। তাঁর সঙ্গে আমেরিকান গায়ক-গীতিকার জেসন ডেরুলোও এই গানটির সঙ্গে যুক্ত। পাক জাতীয় সঙ্গীতের বদলে তাঁদের এই গান বেজে ওঠায় ইন্টারনেট জুড়ে চলছে ট্রল। তাতে যোগ দিয়ে খোদ টেশার লিখেছেন, ‘যখন আমি জালেবি বেবি তৈরি করি তখন আমি জানতাম এটি একদিন অ্যান্থেম হবে... কিন্তু তা বলে আমার মনে এটা ছিল না!’ সঙ্গে অনেকগুলি হাসির ইমোজিও দিয়েছেন তিনি। টেশার এই বিভ্রাটের জন্য সাউন্ডের দায়িত্বে থাকা ব্যক্তিকে ধন্যবাদ দিয়ে বলেছেন, ‘দিনটা এত হাসির করে তোলার জন্য ধন্যবাদ। কিছু কিছু বিভ্রাট আমাদের জন্য সেরা। ঈশ্বর আপনাকে ভালো রাখুন।’
A post shared by Tesher (@tesherrrr)
পাকিস্তানের জাতীয় সঙ্গীত বিভ্রাটটি আসলে কি?
রবিবার ভারত বনাম পাকিস্তান ম্যাচের শুরুতে পাক জাতীয় সঙ্গীত বাজানোর সময়েই ঘটে বিভ্রাট। ভারতের জাতীয় সঙ্গীত শেষ হওয়ার পর ঘোষণা করা হয়, এ বার বাজানো হবে পাকিস্তানের জাতীয় সঙ্গীত। ঘোষণা শুনে নিজেদের জাতীয় সঙ্গীতে গলা মেলানোর জন্য বুকে হাত রেখে তৈরি ছিলেন পাক খেলোয়াড়রাও। কিন্তু তাঁদের অবাক করে দিয়ে লাউডস্পিকারে বেজে উঠল ‘জালেবি বেবি’। জাতীয় সঙ্গীতের বদলে জেসন ডেরুলো ও ট্রেশারের এই ট্র্যাক বেজে উঠতেই প্রথমে অবাক হয়ে যান পাক ক্রিকেটাররা। তাঁদের মুখে ফুটে ওঠে বিরক্তি। হতাশ হয়ে বুক থেকে হাত সরিয়ে দেন তাঁরা। তবে কয়েক সেকেন্ডের মধ্যে ভুল সংশোধন করে পাকিস্তানের জাতীয় সঙ্গীত ‘পাক সরজামিন শাদ বাদ’ চালানো হয়।
DJ played Jalebi Baby song on Pakistan National anthem 🤣
Bhikharistan ki beizzati Muslims desh me 😂😂😂 #INDvsPAK #BoycottINDvPAK pic.twitter.com/0qEDcpmYOe
তবে পাকিস্তানের সঙ্গে জাতীয় সঙ্গীত নিয়ে এই ভুল প্রথম নয়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে লাহোরে ভুল করে ভারতের জাতীয় সঙ্গীত বাজিয়ে হাসির খোরাক হয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। গত ২২ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের খেলায় ডিজে ভুল করে অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীতের পরিবর্তে জন গণ মন বাজিয়েছিলেন।