দলীপ ট্রফি চ্যাম্পিয়ন মধ্যাঞ্চল,ছবি: এক্স,

কাটল ১১ বছরের খরা, দক্ষিণাঞ্চলকে হারিয়ে দলীপ ট্রফি চ্যাম্পিয়ন মধ্যাঞ্চল

ভারতের ঘরোয়া ক্রিকেটের নতুন মরশুম শুরু হয়েছিল দলীপ ট্রফি দিয়ে। সোমবার শেষ হলো এই টুর্নামেন্ট। ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছিল রবিবারই। আর সেটাই হলো শেষ পর্যন্ত। ফাইনাল ম্যাচে দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে ৬ উইকেটে জয় পেল মধ্যাঞ্চল। এই নিয়ে সপ্তমবার এই ট্রফি জিতল মধ্যাঞ্চল।

প্রথম ইনিংসে দুরন্ত সেঞ্চুরি করেছিলেন ক্যাপ্টেন রজত পতিদার। ১৯৪ রানের ইনিংস খেলেছিলেন যশ রাঠোর। তাঁদের দাপুটে ব্যাটিংয়ে প্রথম ইনিংসে বড় লিড নিয়েছিল মধ্যাঞ্চল। তাই দ্বিতীয় ইনিংসে বড় রান তুলেও লাভ হয়নি দক্ষিণাঞ্চলের। জয়ের জন্য শেষ ইনিংসে মধ্যাঞ্চলের প্রয়োজন ছিল ৬৫। তবে ৪ উইকেট হারিয়ে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় তারা।

প্রথম ইনিংসে রজত-যশের দাপট

ফাইনাল ম্যাচের প্রথম দিনেই বল হাতে দাপট দেখান মধ্যাঞ্চলের সারাংশ জৈন। ২৪ ওভারে ৪৯ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন এই স্পিনার। ৪ উইকেট নিয়ে তাঁকে যোগ্য সঙ্গ দেন কুমার কার্তিকেয় সিং। তাঁদের দাপটে মাত্র ১৪৯ রানে অল আউট হয়ে যায় দক্ষিণাঞ্চল। সেই সুযোগটা কাজে লাগতে ভোলেনি মধ্যাঞ্চল।

১১৫ বলে ১০১ রান করে ক্যাপ্টেন্স নক খেলেন রজত পতিদার। যশ রাঠোরের ব্যাট থেকে আসে ২৮৬ বলে ১৯৪ রানের ইনিংস, ব্যাট হাতেও ৬৯ রানের ইনিংস খেলেন সারাংশ জৈন। প্রথম ইনিংসে ৫১১ রান তোলে মধ্যাঞ্চল।

That winning feeling 🤗

Central Zone Captain Rajat Patidar receives the coveted Duleep Trophy 🏆 from Mr. VVS Laxman, Head of Cricket, BCCI Centre of Excellence (COE) 👏 👏 #DuleepTrophy | #Final | @rrjjt_01 | @VVSLaxman281 | @IDFCFIRSTBank

Scorecard ▶️… pic.twitter.com/r4cNT3wf6F

Rajat Patidar with Duleep Trophy

ম্যাচে কামব্যাক দক্ষিণাঞ্চলের

এই বিশাল রানে পিছিয়ে থেকেও নিজেদের দ্বিতীয় ইনিংসে লড়াই চালায় সাউথ জ়োন। স্মরণ রবিচন্দ্রন খেলেন ৬৭ রানের ইনিংস। অঙ্কিত শর্মার ব্যাট থেকে আসে ৯৯ রানের ইনিংস। আন্দ্রে সিদ্ধার্থ অপরাজিত থাকেন ৮৪ রানে। সব মিলিয়ে ৪২৬ রান তোলে তারা।

𝘾.𝙃.𝘼.𝙈.𝙋.𝙄.𝙊.𝙉.𝙎! 🏆

The Duleep Trophy 2025-26 winners 👉 𝘾𝙚𝙣𝙩𝙧𝙖𝙡 𝙕𝙤𝙣𝙚 🙌 #DuleepTrophy | #Final pic.twitter.com/f9FPlX48T4

কিন্তু প্রথম ইনিংসে বিশাল লিডের সুবিধা পায় মধ্যাঞ্চল। ৪ উইকেট হারিয়েই ৬৬ রান তুলে লক্ষ্যে পৌঁছে যায় তারা। ১১ বছর পরে দলীপ ট্রফি চ্যাম্পিয়ন হলো মধ্যাঞ্চল।