পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ৬ আগস্ট বুধবার নারী ক্রিকেটারদের জন্য নতুন কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করে। সেই চুক্তি অনুসারে ক্রিকেটারদের পারিশ্রমিক অনেক বাড়ানো হয়।
নতুন কেন্দ্রীয় বার্ষিক চুক্তিতে নারী ক্রিকেটারের মাসিক বেতন ৫০ শতাংশ বাড়ায় পিসিবি। ৬ অগাস্ট সকালে এই ঘোষণার পর; রাতে আয়ারল্যান্ডের মতো দুর্বল দলের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে হেরে যায় পাকিস্তান নারী ক্রিকেট দল।
বুধবার ডাবলিনে আয়োজিত এই ম্য়াচে টস জিতে পাকিস্তান প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল ১৪২ রানে অলআউট হয়। দলের হয়ে ৩০ বলে সর্বোচ্চ ৩৭ রান করেন ওপেনার অ্যামি হান্টার। পাকিস্তানের হয়ে ৪ উইকেট শিকার করেন ফতিমা সানা।
১২০ বলে ১৪৩ রানের টার্গেট তাড়ায় শুরু থেকেই সময়ের ব্যবধানে উইকেট হারাতে থাকে পাকিস্তান। দলের ব্যাটিং বিপর্যয়ের কারণে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩১ রানের বেশি করতে পারেনি পাকিস্তান নারী ক্রিকেট দল।
দলের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন নাতালিয়া পারভেজ। এছাড়া ২৭ রান করেছেন রামিন শামিম। অ্যায়ারল্যান্ডের জয়ে ৩ উইকেট শিকার করেছেন ওর্লা প্রেডারগেস্ট। এছাড়া জোড়া উইকেট তুলে নেন জেন মাগুয়ের।