ক্রিকেটারদের স্বার্থে বোর্ডের মুখোমুখি হতে প্রস্তুত মিঠুন
মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম সারাদিন মুখরিত থাকল সাবেক-বর্তমান ক্রিকেটারদের পদচারণায়। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ঘিরে ছিল জমজমাট আবহ। কোয়াব নির্বাচনে বিশাল ব্যবধানে জিতে সভাপতি হয়েছেন মোহাম্মদ মিঠুন। জয়ের পর জানালেন, ক্রিকেটাদের স্বার্থে প্রয়োজনে বোর্ডের মুখোমুখি হতে প্রস্তুত।
বিসিবি একাডেমি ভবনে বৃহস্পতিবার বেলা ৩টা থেকে ৫টা পর্যন্ত চলে কোয়াব নির্বাচনের ভোটগ্রহণ। ২১৫ জন ভোটারের মধ্যে অনলাইন ও স্বশরীরে ভোট দিয়েছেন ১৯০ জন। ১৫৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মিঠুন। তার প্রতিদ্বন্দ্বী সাবেক ক্রিকেটার সেলিম শাহেদ পেয়েছেন কেবল ৩৪ ভোট।
১১টি পদের মধ্যে কেবল সভাপতি পদেই লড়াইটা হয়েছে। বাকি ১০টিতে একক প্রার্থী থাকায় তারা নির্বাচিত হন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। আগামী দুবছর কোয়াবের নেতৃত্ব দেবেন তারা।
বিকেল পৌনে ৬টার দিকে ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক ইফতেখার রহমান মিঠু। সঙ্গে ছিলেন বিজয়ী মিঠুনও। ফলাফল ঘোষণার পর সংবাদমাধ্যমে কথা বলেন নতুন সভাপতি। জানান, তার কাছে ক্রিকেটারদের স্বার্থ আগে।
বলেছেন, ‘আমরা সবাই মিলেই একটি পরিবারের মতো। এখানে কোন দূরত্ব, বিভেদ থাকার কথা নয়। বিসিবি আমাদের অভিভাবক। আমরা আমাদের যেকোনো প্রয়োজন, যেকোনো দাবি তাদের কাছে জানাতেই পারি। আশা করি বিসিবি সেটা ইতিবাচকভাবেই নেবে।’
‘দাবী আদায়ের দুটি পথ আছে। আমরা অবশ্যই চেষ্টা করব সমঝোতার মাধ্যমে যতটা সুন্দরভাবে সম্ভব সবকিছু করতে। কিন্তু যদি কখনও অন্যরকম কিছুর প্রয়োজন হয়, যেহেতু আমি ক্রিকেটারদের প্রতিনিধি, ক্রিকেটারদের স্বার্থই আমাকে দেখতে হবে। প্রয়োজন পড়লে ক্রিকেটারদের জন্য কঠিন পথও বেছে নিতে হতে পারে।’
মিঠুন আরও বলেন, ‘এই জয় মানে ক্রিকেটারদের জয়। দোয়া করবেন যেন ক্রিকেটারদের স্বার্থে কাজ করতে পারি। যারা আমাকে ভোট দিয়েছেন, তাদের আস্থার প্রতিদান দেয়ার চেষ্টা করব।’