শ্রীলঙ্কা ম্যাচে বদল আসবে একাদশে? সুযোগ পাবেন সাইফউদ্দিনরা?
এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। রাত সাড়ে আটটার এই ম্যাচে লিটন দাসদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এই ম্যাচের আগে প্রশ্ন উঠছে, বাংলাদেশ একাদশে বদল আসবে কি না, এই নিয়ে। যদি বদল আসে, তাহলে সুযোগ পাবেন কে, সাইফ হাসান, সাইফউদ্দিন, নাকি নাসুম আহমেদরা!
প্রথম ম্যাচ যদি বিশ্লেষণ করা হয়, তাহলে সে ম্যাচে দলের ‘উইক লিংক’ হিসেবে দেখা যাবে বেশ কিছু দিক। তাওহীদ হৃদয় ৩৫ রানের ইনিংস খেলেছিলেন, এরপরও তিনি পড়বেন সেই ক্যাটাগরিতে। হংকংয়ের বিপক্ষে সে ম্যাচে এই রান করতে তার লেগেছিল ৩৬ বল।
তবে তার সমস্যাটা এখানেও নয়। পুরোনো দুর্বলতাই ভোগাচ্ছে তাকে। অফ সাইডে খেলতে পারছেন না। রান বের করতে হচ্ছে বারবার শাফল করে। তার ওপর স্ট্রাইক রেটটাও স্বাস্থ্যকর নয়। শেষ অনেক দিন ধরে ছন্দেও নেই।
সেসব বিষয় হিসেবে রাখলে তাকে এই ম্যাচের একাদশে রাখা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। সাইফ হাসানকে এই জায়গায় একাদশে নিয়ে আসাটাকেও বেশ যুক্তিযুক্ত মনে হতে পারে। কারণ তিনি দলে এলে বোলিংয়ের একটা বিকল্পও বেড়ে যায় অধিনায়কের হাতে।
আরেকটা ‘উইক লিংক’ হিসেবে দেখা যেতে পারে রিশাদ হোসেনকে। তুলনামূলক সহজ প্রতিপক্ষ হংকংয়ের বিপক্ষেও তিনি রান দিয়েছেন ওভারপ্রতি ৮ এর কাছাকাছি, কোটা শেষ করেছেন ৩১ রানে ২ উইকেট নিয়ে। তার জায়গায় পেস অলরাউন্ডার সাইফউদ্দীন কিংবা বিশেষজ্ঞ স্পিনার নাসুমকে একাদশে আনা হতে পারে কি না, তা নিয়েও আলোচনা হতে পারে।
তবে এর পরও দুইজনকেই আজ একাদশে রাখতে পারে বাংলাদেশ, দল সূত্রে এমনটাই খবর মিলছে। উইনিং কম্বিনেশন না ভাঙার অলিখিত একটা রীতি আছে, বাংলাদেশ তা মেনেই নামতে চায় মাঠে। শেষ ম্যাচে হৃদয়ের রান তাকে আত্মবিশ্বাস দেবে, এই বিশ্বাস থেকে তার ওপর আরও এক ম্যাচে আস্থা রাখতে পারে টিম ম্যানেজমেন্ট।
ওদিকে শ্রীলঙ্কার বিপক্ষে রিশাদ হোসেনের ট্র্যাক রেকর্ড কথা বলছে তার পক্ষে। ৭ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন তিনি। দুবার পেয়েছেন তিন উইকেট, প্রথম বার গেল বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের জয়ের পথটা গড়ে দিয়েছিলেন, বনে গিয়েছিলেন ম্যাচসেরা। এরপর সবশেষ শ্রীলঙ্কা সিরিজেও দল যে জয়ে ফিরেছিল, সে দ্বিতীয় ম্যাচে তিনি নিয়েছিলেন ৩ উইকেট।
শ্রীলঙ্কার বিপক্ষে অতীত হৃদয়ের পক্ষেও কথা বলছে। ২০২৪ বিশ্বকাপে তার ২০ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংসই তো দলকে জয়ের কক্ষপথে ফিরিয়ে এনেছিল।
সব মিলিয়ে তাই দলে পরিবর্তন আসার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। দৈব দুর্বিপাক হলে সেটা ভিন্ন বিষয়। তবে তা না হলে বাংলাদেশ শ্রীলঙ্কার মুখোমুখি হবে হংকংয়ের বিপক্ষে ম্যাচের একাদশ নিয়েই।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ–
পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মাহেদী, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।