এশিয়া কাপের চলতি আসরের তৃতীয় ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হংকং ক্রিকেট দল। হংকং নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলছে। বাংলাদেশ খেলছে চলতি আসরে প্রথম ম্যাচ।
এশিয়া কাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে টপঅর্ডারে বাংলাদেশ রেখেছে তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন ও লিটন দাসকে।
মিডলঅর্ডারে খেলবেন সাইফ হাসান, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী ও শেখ মেহেদী হাসান। আর বোলিং পজিশনে আছেন লেগ স্পিনার রিশাদ হোসেন, তরুণ পেসার তানজিম হাসান সাকিব, দুই অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ ও কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।
বৃহস্পতিবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে হংকংকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।
টি–টোয়েন্টিতে দ্বিতীয়বার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও হংকং। ১১ বছর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে প্রথম দেখায় বাংলাদেশকে হারিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দেয় হংকং।
চট্টগ্রামে অনুষ্ঠিত সেই ম্যাচে পাওয়ারপ্লেতে ৫১ রান তুললেও বাংলাদেশ ১৬.৩ ওভারে অলআউট ১০৮ রানে। নিয়মিত বিরতিতে উইকেট হারালেও ২ বল ও ২ উইকেট হাতে রেখে জিতে যায় হংকং।
এশিয়া কাপের চলতি আসরের তৃতীয় ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-হংকং। দুই দলের একাদশ নিচে দেখে নিন-
বাংলাদেশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান
হংকং: জিশান আলী (উইকেটকিপার), অংশুমান রাত, বাবর হায়াত, নিজাকাত খান, ক্যালহান চাল্লু, কিঞ্চিত শাহ, ইয়াসিম মুর্তজা (অধিনায়ক), এজাজ খান, এহসান খান, আয়ুশ শুক্লা, আতিক ইকবাল।