বাংলাদেশ-ভারত ম্যাচের আগে যে উদ্যোগ নিল ডাকসু

বাংলাদেশ-ভারত ম্যাচের আগে যে উদ্যোগ নিল ডাকসু

এশিয়া কাপে নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ জিতলে ফাইনালের রাস্তা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে লিটন দাসদের।

এই ম্যাচের আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নিয়েছে দারুণ এক উদ্যোগ। বুধবার রাতের এই ম্যাচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হলের মাঠে জায়ান্ট স্কিনে দেখানোর ঘোষণা দিয়েছে তারা।

গতকাল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টায় ডাকসুর অফিসিয়াল ফেসবুক পেজে এই ঘোষণাটি দেওয়া হয়। মুহসিন হলের মাঠে আজ রাতে ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদাভাবে খেলা দেখার সুযোগ থাকবে বলে জানানো হয় সেখানে।

সে বার্তায় বলা হয়, ‘বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় এশিয়া কাপের বাংলাদেশ বনাম ভারতের উত্তেজনাপূর্ণ ম্যাচ হাজী মুহম্মদ মুহসীন হল মাঠে জায়ান্ট স্ক্রিনে দেখার আয়োজন করেছে ডাকসু।

ছাত্র ও ছাত্রীরা আলাদাভাবে খেলা দেখার সুযোগ পাচ্ছেন। উৎসবমুখর পরিবেশে ক্রিকেটের উচ্ছ্বাসে মেতে উঠবে ঢাকা বিশ্ববিদ্যালয়।’