জ্যাক ভুকুসিচ |সংগৃহীত

১৭ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হয়ে বিশ্ব রেকর্ড

এখনো ভোটার হননি ক্রোয়েশিয়ার ক্রিকেটার জ্যাক ভুকুসিচ। বাংলাদেশের মতো সেখানেও ভোটার হতে বয়স ১৮ হতে হয়। তবে এই ক্রিকেটার এরই মধ্যে সাইপ্রাসের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দিয়ে বিশ্ব রেকর্ড গড়ে ফেলেছেন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) ম্যাচের দিন ভুকুসিচের বয়স ছিল ১৭ বছর ৩১১ দিন। আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে ভুকুসিচই এখন সবচেয়ে কম বয়সী অধিনায়ক! একই দিনে তার নেতৃত্বে দুটি ম্যাচ খেলেছে ক্রোয়েশিয়া, দুটিতেই সাইপ্রাসের কাছে হেরেছে ক্রোয়াটরা।

আইসিসি সহযোগী সদস্য দেশগুলোর ম্যাচকে আন্তর্জাতিক টি-টোয়েন্টির মর্যাদা দেয়ার পর থেকেই নতুন নতুন রেকর্ড হচ্ছে। ভুকুসিচের আগে এই রেকর্ডটা ছিল ফ্রান্সের নোমান আমজাদের। ২০২২ সালের জুলাইয়ে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে টি-টোয়েন্টিতে ১৮ বছর ২৪ দিন বয়সে ফ্রান্সকে নেতৃত্ব দিয়েছিলেন আমজাদ।

ওয়ানডে ও টেস্টে সবচেয়ে কম বয়সে অধিনায়কত্ব করার রেকর্ডটা আফগানিস্তানের রশিদ খানের। ১৯ বছর ১৬৫ দিনে স্কটল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অধিনায়কত্ব করেছিলেন রশিদ। টেস্টে অধিনায়কত্ব করেন ২০ বছর ৩৫০ দিন বয়সে, ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামে।