ভারতীয় দল |সংগৃহীত

এশিয়া কাপে ভারতীয় দলে বড় রদবদলের আভাস, ফিরতে পারেন একাধিক তারকা

শেষ মুহূর্তে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে নাটকীয় প্রত্যাবর্তনের পর চাঙ্গা ভারতীয় দল। এখন আপাতত মাস দুয়েকের বিশ্রাম গিল-রাহুলদের। তারপর সোজা নামতে হবে এশিয়া কাপ খেলতে। টেস্ট থেকে সরাসরি টি-২০ ফরম্যাটে। তাই স্বাভাবিকভাবেই দলে একাধিক রদবদলের আভাস পাওয়া যাচ্ছে।

শুক্রবার (৮ আগস্ট) ভারতীয় একটি সংবাদমাধ্যম এমন দাবি করেছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, দেশটির টি-২০ দলে এমন একাধিক তারকার ফিরতে পারেন, যারা দীর্ঘদিন ধরে টি-২০ খেলেননি; বরং দলের বাইরে ছিলেন।

শেষবার ফেব্রুয়ারি মাসে ভারত ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ খেলেছিল। সেই ম্যাচে ভারতীয় কোচ গৌতম গম্ভীর তুলনামূলক তরুণ-আনকোরা মুখ দিয়ে দল সাজিয়েই ইংরেজদের পরাস্ত করেন। কিন্তু এরপর গত ছয় মাসে ভারতীয় ক্রিকেটে বহু বদল এসেছে। একটা আইপিএল হয়ে গেছে। একাধিক ক্রিকেটার ফর্ম ফিরে পেয়েছেন। বহু ক্রিকেটার হয়তো এখন আর ভালো ছন্দে নেই। সেই বিবেচনা করেই এশিয়া কাপের দল সাজানো হতে পারে।

সূত্রের খবর, দীর্ঘদিন বাদে ভারতীয় দলে প্রত্যাবর্তন হতে পারে শ্রেয়াস আইয়ার, যশস্বী জয়সওয়াল ও শুভমান গিলের। শ্রেয়াস এই মুহূর্তে শুধু ওয়ানডেতে নিয়মিত খেলেন। টেস্ট এবং টি-২০ দলে দীর্ঘদিন সুযোগ পাননি।

সূত্রের দাবি, শ্রেয়াসকে শুধু টি-২০ নয়, টেস্টেও ফেরানোর ব্যাপারে ভাবছেন নির্বাচকরা। সেই সাথে দলে ফিরতে পারেন যশস্বী জয়সওয়াল এবং টেস্ট অধিনায়ক শুভমান গিলও।

টি-টোয়েন্টি ফরম্যাটের নিয়মিত অধিনায়ক সূর্যকুমার যাদব এখনো ফিট নন। এশিয়া কাপের আগে তিনি মাঠে ফিরতে পারবেন কিনা সংশয় রয়েছে। সেক্ষেত্রে সূর্যর বদলে দলে ঢুকতে পারেন গিল। সূর্য ফিট হলে অবশ্য গিলের সম্ভাবনা কমে যাবে।

হার্দিক পান্ডিয়া এবং অক্ষর প্যাটেল, দলের দুই অবিচ্ছেদ্য অংশ। এশিয়া কাপেও তাদের কেন্দ্র করেই দল সাজানো হবে। এর বাইরে ওয়শিংটন সুন্দর, কুলদীপ যাদবেরও টি-২০ দলে ফেরার সম্ভাবনা রয়েছে।

শোনা যাচ্ছে, এশিয়া কাপেও খেলবেন না বুমরাহ। সেক্ষেত্রে পেস বিভাগে অর্শদীপ সিংয়ের সাথে থাকতে পারেন হর্ষিত রানা। মোহাম্মদ সিরাজকেও বিশ্রাম দেয়া হবে এশিয়া কাপে। সেক্ষেত্রে অন্য কোনো তরুণ পেসার সুযোগ পেতে পারেন।

স্পিনারদের মধ্যে বরুণ চক্রবর্তীর খেলা নিশ্চিত। মিডল অর্ডারে রিঙ্কু সিং এবং তিলক বার্মার খেলাও কমবেশি নিশ্চিত। দলে থাকবেন সঞ্জু স্যামসনও। কেএল রাহুলকে নিয়েও ভাবনা চিন্তা করা হচ্ছে।

প্রশ্ন হচ্ছে, সূর্য আনফিট হলে দলের অধিনায়ক কে হবেন? সেক্ষেত্রে দৌড়ে রয়েছেন সহ-অধিনায়ক হার্দিক, অক্ষর প্যাটেলরা। আবার সদ্য টেস্টের দায়িত্ব পাওয়া শুভমান গিলকেও দায়িত্ব দেয়া হতে পারে।