সচিন তেন্ডুলকর ও স্টিভ বাকনর,Ei Samay

আজও মেটেনি ভুল সিদ্ধান্তে আউটের আক্ষেপ? এই আম্পায়ারকে নিয়ে মুখ খুললেন সচিন

আন্তর্জাতিক ক্রিকেটে সচিন তেন্ডুলকরের ১০০টি সেঞ্চুরির রেকর্ড আজও অক্ষত। শুধু তাই নয়, ২৪ বছরের ক্রিকেট কেরিয়ারে কখনওই কোনও বিতর্কে জড়াননি তিনি। তবে সেঞ্চুরির সংখ্যাটা আরও বাড়তে পারত, যদি একাধিকবার আম্পায়ারদের ভুল সিদ্ধান্তে আউট না হতেন। তখনও আসেনি DRS, তাই সুযোগ ছিল না আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলার। আর এই একটা জায়গাতেই সম্ভবত আক্ষেপ থেকে গিয়েছে সচিনের।

সম্প্রতি রেডিটে তাঁর ভক্তদের জন্য ‘আস্ক মি এনিথিং’ নামে একটি প্রশ্নোত্তর পর্বের আয়োজন করেছিলেন সচিন। সেখানেই মুখ খুললেন জামাইকান আম্পায়ার স্টিভ বাকনরকে নিয়ে। জানালেন, একটি বক্সিং গ্লাভস দেওয়া উচিত বাকনরকে, যাতে বারবার তিনি আউটের জন্য আঙুল তুলতে না পারেন।

স্টিভ বাকনরকে নিয়ে কী বললেন সচিন?

এক ভক্ত সচিনকে জিজ্ঞাসা করেন স্টিভ বাকনরকে নিয়ে কোনও মন্তব্য করার জন্য। তাতে সচিন মজার ছলে রিপ্লাই দেন, ‘আমি যখন ব্যাটিং করব, ওঁকে একটা বক্সিং গ্লাভস দিও পরার জন্য, যাতে আউটের জন্য আঙুল তুলতে না পারেন।’ সচিনের এই মন্তব্যে হাসির রোল পড়ে ভক্তদের মধ্যে। আসলে একাধিকবার বাকনরের ভুল সিদ্ধান্তের কারণে আউট হতে হয়েছে সচিনকে।

Sachin Tendulkar on Steve Bucknor (Reddit):

"When I'm batting give him boxing gloves to wear so he can't raise his finger". 🤣 pic.twitter.com/4OC9NvF01s

২০০৩ সালে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে জেসন গিলেস্পির একটি ডেলিভারি লাগে সচিনের প্যাডে। সবাইকে অবাক করে LBW-র আবেদনে সাড়া দিয়ে আউট দেন বাকনর। পড়ে দেখা যায় স্টাম্পের অন্তত ১০ ইঞ্চি উপরে ছিল বলটি।

২০০৫ সালে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচেও ঘটে এমন ঘটনা। আব্দুল রজ্জাকের একটি ডেলিভারি সচিনের ব্যাটের কানায় না লাগলেও, ক্যাচের আবেদনে সাড়া দিয়ে আউট ঘোষণা করেন বাকনর। ক্রিকেটপ্রেমীদের মতো সচিনেরও মনে থেকে গিয়েছে এই ঘটনাগুলি।

I was thinking about it, and with all the thieves, charlatans and crooks - real and fictional that I have known, nobody in my life has made me as angry as Steve Bucknor. https://t.co/vZYMBFGxwR

এই সেশনে ইংল্যান্ডের ক্রিকেটার জো রুটকে নিয়েও মুখ খোলেন সচিন। এই মুহূর্তে টেস্টে জো রুটের সংগ্রহ ১৩৫৪৩ রান। সবচেয়ে বেশি রানের তালিকায় শীর্ষে রয়েছেন সচিন। তিনি করেছিলেন ১৫৯২১ রান। তাই অনেকেই মনে করছেন তাঁর রেকর্ড ভাঙতে পারেন রুট।

Sachin Tendulkar

এই নিয়ে সচিন বলেন, ‘১৩০০০ রানের গণ্ডি পার করা যথেষ্ট কৃতিত্বের। এখনও ভালো খেলছে রুট। ২০১২ সালে নাগপুরে যখন প্রথম দেখি ওকে, তখনই সতীর্থদের বলেছিলাম ভবিষ্যতে ইংল্যান্ডের ক্যাপ্টেন হবে রুট। উইকেটের চরিত্র বুঝে যে ভাবে স্ট্রাইক রোটেট করে খেলছিল, তাতে মুগ্ধ হয়েছিলাম আমি।’