এবার ওয়ানডেতেও এনসিএল চালুর পরিকল্পনা বিসিবি সভাপতির

এবার ওয়ানডেতেও এনসিএল চালুর পরিকল্পনা বিসিবি সভাপতির

গত বছর প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছিল টি-টোয়েন্টি ফরম্যাটের জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। সিলেটের মাটিতে অনুষ্ঠিত হওয়া সেই প্রতিযোগিতা তুলনামূলক ভালোই সাড়া ফেলেছিল। গত আসরের সফলতার পর বিসিবি দ্বিতীয়বারের মতো এনসিএল টি-টোয়েন্টি আয়োজন করতে যাচ্ছে। এ ছাড়া ওয়ানডে ফরম্যাটেও এনসিএল আয়োজনের পরিকল্পনা করছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

সব ঠিক থাকলে আগামী ১৪ সেপ্টেম্বর মাঠে গড়াবে এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর। আসন্ন ঘরোয়া লিগটিতে নতুন করে এবার যুক্ত হচ্ছে আরও দুই ভেন্যু। সবমিলিয়ে তিন মাঠে হবে এবারের এনসিএল। ইতোমধ্যে শেষ হয়েছে এনসিএলের ফিটনেস টেস্ট। আজ (সোমবার) থেকে প্রতিযোগী দলগুলো অনুশীলন করবে।

এদিকে, আজ একটি পাঁচতারকা হোটেলে আসন্ন এনসিএল টি-টোয়েন্টির গ্র্যান্ড লঞ্চ অনুষ্ঠিত হয়েছে। যেখানে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ডের বাকি কর্তারাও উপস্থিত ছিলেন। এ ছাড়া জাতীয় দলের সাবেক অধিনায়কসহ এনসিএল দলগুলোর প্রতিনিধিরাও ছিলেন উদ্বোধনীতে।

এবার ওয়ানডেতেও এনসিএল চালুর পরিকল্পনা বিসিবি সভাপতির

পরে বিসিবি সভাপতি জানান, ওয়ানডে ফরম্যাটে এনসিএল করার পরিকল্পনা রয়েছে। যা লিস্ট ‘এ’ ক্রিকেট হিসেবেই বিবেচিত হবে, যেখানে থাকবে বিভাগীয় দল। পরে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, আসন্ন এনসিএলে ক্ষুদে ক্রিকেটাররা মাঠে বসে খেলা দেখতে পারবেন বিনামূল্যে।

আরও পড়ুন

সবমিলিয়ে ভেন্যু অনুযায়ী প্রতি ম্যাচেই ২০০-৩০০ ফ্রি টিকিট দিবে বিসিবি। মূলত জুনিয়র ক্রিকেটারদের জন্যই এমন আয়োজন বিসিবির। এনসিএল টি-টোয়েন্টি আয়োজিত হয়ে আসছে গত বছর থেকে। এর আগে এই জাতীয় ক্রিকেট লিগ হতো লাল বলের ফরম্যাটে, চারদিন ব্যাপী।

এসএইচ/এএইচএস