এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের মধ্যে অনুষ্ঠিত হাইভোল্টেজ ম্যাচে ক্রীড়া ভদ্রতা না মানায় হতাশা প্রকাশ করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নাকভি। ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হ্যান্ডশেক না করে সরাসরি মাঠ ত্যাগ করেন, যা নিয়ে প্রশ্ন তুলেছেন নাকভি।
রোববারের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান ২০ ওভারে ৯ উইকেটে ১২৭ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন সাহিবজাদা ফারহান, এবং শেষ দিকে শাহিন আফ্রিদি ১৬ বলের ৩৩ রানে দলকে সম্মানজনক সংগ্রহে পৌঁছে দেন। জবাবে ভারত ১৬ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্য অর্জন করে। অধিনায়ক সূর্যকুমার যাদব ৪৭ রানে অপরাজিত থাকেন, সঙ্গে তিলক ভার্মা (৩১) ও অভিষেক শর্মা যোগ্য সহায়তা প্রদান করেন।