টিম ইন্ডিয়ার স্পনসর হিসেবে সরছে Dream11? এশিয়া কাপের আগে জল্পনা তুঙ্গে
ক্রিকেটপ্রেমীদের মধ্যে এখন চর্চা চলছে ‘ড্রিম ইলেভেন’ নিয়ে। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের নতুন আইন মেনে বন্ধ হয়ে গিয়েছে জনপ্রিয় অনলাইন রিয়েল মানি গেমিং প্ল্যাটফর্ম ‘ড্রিম ইলেভেন’ (Dream11)। অর্থ দিয়ে খেলার সব রকম বিকল্প বন্ধ থাকছে। শুধুমাত্র ‘ফ্রি টু প্লে’ অনলাইন সোশ্যাল গেম চালু রাখা হচ্ছে এই সংস্থার পক্ষ থেকে। তবে এর মধ্যেই এক নতুন খবর নিয়ে বাড়ছে জল্পনা।
একাধিক রিপোর্টে প্রকাশ, এশিয়া কাপের আগেই টিম ইন্ডিয়ার টাইটেল স্পনসর হিসেবে সরে দাঁড়াতে চলেছে ‘ড্রিম ইলেভেন’। BCCI-এর সঙ্গে এই চুক্তি আর চালিয়ে যেতে চাইছে না তারা।
এখনও পর্যন্ত BCCI বা ‘ড্রিম ইলেভেন’-এর পক্ষ থেকে এই নিয়ে কিছু জানানো হয়নি আনুষ্ঠানিক ভাবে। তবে এই সংস্থা প্রধানত লাভ করত রিয়েল মানি ফ্যান্টাসি গেমিং থেকেই। তাই ফ্যানকোড, ড্রিম স্পোর্টস ফাউন্ডেশনের মতো অন্য সংস্থাগুলি চালু থাকলেও মুনাফার দিক থেকে বড় ধাক্কা খেয়েছে তারা।
🚨 BREAKING: Dream11 backs out as Team India’s title sponsor after online gaming bill, ahead of Asia Cup 2025. 🇮🇳 #Dream11 pic.twitter.com/aS8IzSV6LF
অন্য দিকে টিম ইন্ডিয়ার স্পনসর হতে গেলে বিপুল অঙ্কের টাকা দিতে হয়। ২০২৩ থেকে ২০২৬ সালের জন্য তিন বছরের চুক্তিতে ভারতীয় বোর্ডকে ৩৫৮ কোটি টাকা দিয়েছে তারা। তবে বর্তমান পরিস্থিতিতে এই বিপুল অঙ্কের চুক্তি ধরে রাখা সম্ভব হবে কি না, সেই প্রশ্ন এখন ক্রিকেটমহলে।
এই কারণেই পিছু হটতে চাইছে ড্রিম ইলেভেন, এমনটাই জানা যাচ্ছে।
See you in our second innings. pic.twitter.com/oEfBNiC4dd
সূত্রের খবর, জার্সির স্পনসরশিপের জন্য নতুন সংস্থার সঙ্গে যোগাযোগ শুরু করেছেন বোর্ড কর্তারা। আলোচনায় সম্ভাব্য নাম হিসেবে উঠে আসছে রিলায়েন্স, আদানি গ্রুপের কথাও। এ ছাড়াও, নিজেদের বিশ্বব্যাপী প্রচার ও কমার্শিয়ালাইজ়েশনের লক্ষ্যে জ়িরোধা, অ্যাঞ্জেল ওয়ান বা গ্রো-এর মতো সংস্থাকেও দায়িত্ব দিতে পারে BCCI।