সমর্থকদের বয়কটের ফল? বিক্রি হচ্ছে না ভারত-পাক ম্যাচের টিকিট
এশিয়া কাপে বুধবার থেকে যাত্রা শুরু ভারতের। তবে ক্রিকেটপ্রেমীরা তাকিয়ে রয়েছেন রবিবার মেগা ম্যাচের দিকে। গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগে যে ম্যাচ ঘিরে এত উত্তেজনা ছিল, সেই ম্যাচের টিকিট বিক্রি করতেই হিমশিম খাচ্ছেন আয়োজকরা। আর এক সপ্তাহও বাকি নেই ম্যাচের। তবুও পড়ে রয়েছে অসংখ্য টিকিট। এর একটা কারণ হিসেবে উঠে আসছে টিকিটের আকাশছোঁয়া দাম। অন্য দিকে প্রশ্ন উঠছে, তবে কি পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ম্যাচ খেলা নিয়ে ক্ষুব্ধ হয়েছেন সমর্থকরা। সেই কারণেই গ্যালারিতে বসে ম্যাচ দেখা থেকে মুখ ফিরিয়েছেন তাঁরা।
মূলত আকাশছোঁয়া দাম এবং প্যাকেজড সিস্টেমের জন্যই এ বারে কম টিকিটের চাহিদা। এ বারে দু’জনের জন্য একসঙ্গে প্যাকেজ হিসেবে বিক্রি হচ্ছে টিকিট। এর মধ্যে ম্যাচ দেখা ছাড়াও থাকছে অন্য অনেক সুবিধা। VIP স্যুটস ইস্ট-এ ২ জনের টিকিটের দাম ভারতীয় মুদ্রায় প্রায় ২.৫ লক্ষ টাকা। এই প্যাকেজে সিটে বসে খেলা দেখা, আনলিমিটেড খাবার ও পানীয়, পার্কিং পাস, প্রবেশের জন্য ব্যক্তিগত পথ এবং VIP ক্লাব বা লাউঞ্জ ব্যবহারের অনুমতি থাকছে।
The real reason IND vs PAK Asia Cup tickets aren’t selling? 👀
Not lack of hype. Not fan interest.
It’s the flop “package system” — ₹2.5+ lakh for bundled matches most don’t care about. 🎟️🔥
Add hot weather + no star power = disaster combo.
Cricket fans aren’t ATMs. 💸… pic.twitter.com/ZYOrjGDW2H
রিপোর্টে আরও জানা গিয়েছে, রয়্যাল বক্সে দু’জনের খেলা দেখার খরচ পড়বে প্রায় ২.৩ লাখ টাকা। স্কাই বক্সে দু’জনের টিকিটের দাম ১.৬ লাখ টাকা। প্ল্যাটিনাম লেভেলের টিকিটের দাম প্রায় ৭৬ হাজার টাকা। সবচেয়ে কম দামী টিকিটের মূল্য দু’জনের জন্য ১০ হাজার টাকা।
তবে পহেলগাম হামলার পরে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল, পাকিস্তানের বিরুদ্ধে কোনও টুর্নামেন্টেই খেলবে না ভারত। ICC বা ACC-কেও অনুরোধ করা হবে দুই দলকে আলাদা গ্রুপে রাখার জন্য, এমনটাই জানিয়েছিল BCCI। কিন্তু পরে সম্পূর্ণ সিদ্ধান্ত পাল্টে একই গ্রুপে খেলতে রাজি হয় ভারত। এই সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় মুখ ফিরিয়েছেন সমর্থকরা, এমনটাও মনে করছেন ক্রিকেটপ্রেমীদের একাংশ।