এশিয়া কাপে ভারত, বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান প্রত্যাশিত জয় তুলে নিয়েছে। তবে আজ আবুধাবিতে অপেক্ষা করছে তুলনামূলক সমান শক্তির দুই দলের দ্বৈরথ—বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা। গত কয়েক বছরে দুই দলের দ্বন্দ্বে উত্তাপ কমলেও প্রতিদ্বন্দ্বিতা কমেনি। গত ১০ বছরে দুই দল সমানভাবে ৮টি করে ম্যাচ জিতেছে।
বাংলাদেশ সাম্প্রতিক সময়ে এগিয়ে আছে। গত জুলাইয়ে শ্রীলঙ্কার মাঠে সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে। এছাড়া গত বছর ডালাসে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও লঙ্কানদের হারিয়েছিল টাইগাররা। সেই ম্যাচগুলোতে শুরুতেই আঘাত হানতে সক্ষম হয়েছিল বাংলাদেশি বোলাররা। অন্যদিকে, শ্রীলঙ্কা এখনো তাদের ব্যাটিং লাইনআপ নিয়ে সংগ্রামে আছে। মাত্র দুই সপ্তাহ আগে জিম্বাবুয়ের বিপক্ষে তারা গুটিয়ে গিয়েছিল ৮০ রানে।
এই ভেন্যুতে বাংলাদেশ ইতোমধ্যেই খেলেছে, হংকংকে ৭ উইকেটে উড়িয়ে দিয়েছে। সেই ম্যাচে পেসাররা শুরুতে উইকেট নিয়েছেন, আর টপ অর্ডার সহজেই রান তাড়া করেছে। লেগ স্পিনার রিশাদ হোসেনও ছিলেন কার্যকর, যিনি লঙ্কানদের বিপক্ষে সর্বশেষ সিরিজে তিন ম্যাচে মাত্র ৫.৪৭ ইকোনমিতে বল করেছিলেন।
সবমিলিয়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কা থাকায় গ্রুপ ‘বি’ এখন ‘গ্রুপ অব ডেথ’, যেখানে আফগানিস্তানও সুপার ফোরে উঠতে লড়বে। কাজেই এই ম্যাচ হেরে গেলে অন্য পথটা কঠিন হয়ে যাবে।
স্পটলাইটে দুই তারকা: লিটন দাস ও পাথুম নিসাঙ্কা
বাংলাদেশ অধিনায়ক লিটন দাসের সামনে বড় মাইলফলক—আর ৫৬ রান করলে তিনি হয়ে যাবেন দেশের সর্বোচ্চ রান সংগ্রাহক টি-টোয়েন্টি ব্যাটার। এ বছর তিনি ৪৭৬ রান করেছেন ১৩৭.১৭ স্ট্রাইক রেটে, শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ সিরিজেও তিনি ছিলেন শীর্ষ রান সংগ্রাহক।
শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিসাঙ্কাও দুর্দান্ত ফর্মে আছেন। এ বছর তার রান ২৩০, স্ট্রাইক রেট ১৪৭.৪৩। পাওয়ার প্লেতে দলের উন্নতির পেছনে বড় অবদান তার। জিম্বাবুয়ের বিপক্ষে তিনি রান না করায় দল হেরেছিল।
পিচ ও কন্ডিশন
আবুধাবির উইকেট সাধারণত ব্যাটিং সহায়ক। মাঝে মাঝে ধীর বোলারদেরও সাহায্য করে। শনিবার বৃষ্টির সম্ভাবনা নেই।
দলীয় খবর
বাংলাদেশ আগের একাদশই নামাতে পারে—তিনজন ফ্রন্টলাইন পেসারসহ।
সম্ভাব্য একাদশ (বাংলাদেশ): ইমন, তানজিদ, লিটন (অধিনায়ক ও কিপার), হৃদয়, জাকের, শামীম, মেহেদী, রিশাদ, তানজিম সাকিব, তাসকিন, মোস্তাফিজ।
শ্রীলঙ্কা শিবিরে সুখবর—হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে ফিরছেন অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। তিনজন পেসার নিয়েও মাঠে নামতে পারে তারা।
সম্ভাব্য একাদশ (শ্রীলঙ্কা): নিসাঙ্কা, কুশল মেন্ডিস (কিপার), মিশারা, কুশল পেরেরা, আসালঙ্কা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, হাসারাঙ্গা, চামিরা, বিনুরা ফার্নান্দো, নুয়ান তুষারা।
এমএইচএম