সুযোগ না পেলেও কষ্ট নেই সাব্বিরের

সুযোগ না পেলেও কষ্ট নেই সাব্বিরের

লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে আছেন সাব্বির রহমান। সম্ভাবনাময় এই হার্ডহিটার এক সময় দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন। কিন্তু গেল দুই বছরেরও বেশি সময় ধরে জাতীয় দলের বাইরে সাব্বির। ২০২২ সালে তিনি সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিলেন পাকিস্তানের বিপক্ষে। এমনকি গত কয়েক বছর ধরে ঘরোয়া আসরগুলোতেও দল পেতে হিমশিম খেতে হচ্ছে সাব্বিরকে।

বিপিএলের ২০২৪ আসরেও অবিক্রিত ছিলেন সাব্বির। চলতি বছর অনুষ্ঠিত আসরে তাকে ড্রাফট থেকে দলে ভেড়ায় ঢাকা ক্যাপিটালস। আসরের শুরুর দিকে একাদশে সুযোগ না পেলেও মাঝের সময় থেকে নিয়মিত খেলেছেন। কয়েক ম্যাচে দলের আস্থার প্রতিদানও দিয়েছেন সাব্বির।

চলমান এনসিএল টি-টোয়েন্টিতে খেলছেন সাব্বির। রাজশাহীতে আজ (মঙ্গলবার) তিনি জাতীয় দলে খেলা প্রসঙ্গে বলেন, ‘আমি জাতীয় দল নিয়ে এখন চিন্তা করছি না। ভালো খেললে, অ্যাপ্লিকেশন যদি ঠিক থাকে তাহলে আপনি আপনার জায়গায় যাবেন। এটা নিয়ে সন্দেহ নেই। কষ্ট করে যাচ্ছি, অনুশীলন করছি এবং নিজেকে সময় দিয়ে উপভোগ করে যাচ্ছি। যেখানে খেলছি ভালো খেলার চেষ্টা করছি, অভিজ্ঞতা অর্জন করছি, দায়িত্ব বাড়ছে। আমি আমার সময়টা উপভোগ করছি।’

দলে প্রয়োজন হলে নেওয়া হবে বলে বিশ্বাস সাব্বিরের, ‘জিদ নেই ভাই। জিদ দেখে তো আসলে লাভ নেই। কারণ দুর্ভাগ্যবশত যার পছন্দ থাকবে, সে তাকে নেবে। দলে যদি কাউকে প্রয়োজন হয় তাহলে তাকে নেবে। সুযোগ পাইনি দেখে মন খারাপ নয়, কষ্টও নাই।’

এসএইচ/এএইচএস