বাংলাদেশ ব্যাটিংয়ে নামার পরই বৃষ্টি, পরিত্যক্ত ম্যাচ
ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজের তৃতীয় ম্যাচটি শুরু হলেও বৃষ্টির কারণে ফলাফল আসেনি।
গতকাল বুধবার ব্রিস্টলে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৮ ওভারে ২ উইকেটে ১০১ রান করে বাংলাদেশ। এরপরই ম্যাচে হানা দেয় বৃষ্টি। এরপর আর খেলা শুরু করা সম্ভব হয়নি।
দুই ওপেনারের ব্যাটে দারুণ শুরু পেয়েছিল বাংলাদেশ। আরো একবার আক্রমণাত্মক শুরু করেছিলেন জাওয়াদ আবরার। তবে এবারও উইকেটে থিতু হওয়ার পরও ইনিংস বড় করতে পারেননি। ২৩ রান করে জাওয়াদ আউট হলে ভাঙে ৫০ রানের উদ্বোধনী জুটি।
জাওয়াদ ফিরলেও দারুণ ব্যাটিং করেছেন আরেক ওপেনার রিফাত বেগ। পেয়েছেন ব্যাক্তিগত ফিফটির দেখাও। ৫৭ বলে ৭ চার ও এক ছক্কায় ৫১ রান করেন তিনি।
রিফাত ফেরার কিছুক্ষণ পরই ম্যাচে হানা দেয় বৃষ্টি। আজিজুল হাকিম তামিম ১৯ ও রিজান হোসেন ২ রানে অপরাজিত ছিলেন।
৫ ম্যাচ সিরিজে এখন ১-১ এ সমতা বিরাজ করছে। প্রথম ম্যাচে ৮৭ রানে জিতেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ৪ উইকেটে জিতে সিরিজে সমতা ফেরায় ইংল্যান্ড।
এইচজেএস