এশিয়া কাপ ক্রিকেটে আফগানিস্তানের দুর্দান্ত শুরু
এশিয়া কাপ টি-২০ এর উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত শুরু করেছে আফগানিস্তান। প্রথম দিনের প্রথম ম্যাচে হংকংকে রানে হারায় আফগানরা।আবুধাবিতে হংকংয়ের বিপক্ষে টসে জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে তোলে ১৮৮ রান তোলে আফগানরা। ম্যাচে জয়ে ১৮৯ রানের লক্ষ্য পায় হংকং। লক্ষ্যটা জয় পেতে ওভার প্রতি নয়ের বেশি রান তাড়া করে ম্যাচ জিততে হলে চার-ছক্কার ফুলঝুরি প্রয়োজন। কিন্তু হংকং প্রথম ছক্কা পেল ৯তম ওভারে এসে। প্রায় অর্ধেক ইনিংস শেষে পাওয়া ছক্কায় ম্যাচের ভাগ্যও ততক্ষণে ঠিক হয়ে গেছে।
নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ৯৪ রানে থেমে যায় হংকং।ফলে ৯৪ রানে জয় পায় আফগানিস্তান। হংকংয়ের প্রথম ছক্কা হাঁকান বাবর হায়াত। লেগস্পিনার রশিদ খানকে হাঁকানোর পর পরে আরো দুটি মেরেছেন দলটির সর্বোচ্চ স্কোরার।করিম জানাতে এক ওভারে দুই ছক্কা হাঁকানোর পরের ওভারে ড্রেসিংরুমের পথ ধরেন তিনি। তার বিদায়ের পর হংকংয়ের ছক্কা থেমে যায়। হায়াত তিন ছক্কায় ৩৯ রানের ইনিংসটি না খেললে হংকংয়ের পরাজয়টা আরো বড় হতো। কেননা দ্রুত রান তোলার বিপরীতে পাওয়ার প্লেতেই যে ধ্বংসস্তুপে দাঁড়ায় হংকং।২২ রানে ৪ ব্যাটারকে হারিয়ে। সেখান থেকে দলের পরাজয়টুকু কমিয়েছেন হায়াত। হংকংয়ের হয়ে আরেকজন ব্যাটারই দুই অংকের ঘর স্পর্শ করেছেন দলের অধিনায়ক ইয়াসিম মুর্তাজা। ১৬ রানের ইনিংস খেলেছেন তিনি।সবমিলিয়ে ৯ উইকেটে ৯৪ রান করতে পেরেছে হংকং। দুটি করে উইকেট নিয়েছেন ফজলহক ফারুকি ও গুলবাদিন নাইব।
ইনিংসের নায়ক দুই তরুণ সেদিকুল্লাহ আতাল ও আজমাতুল্লাহ ওমরজাই।ইনিংসের শুরুটা যদিও খুব একটা ভালো হয়নি আফগানদের। মাত্র ২৫ রানের মাথায় আউট হন ওপেনার রহমতুল্লাহ গুরবাজ (৫ বলে ৮ রান)। কিছুক্ষণ পর ইব্রাহিম জাদরানও (১ রান) ফিরে যান। দ্রুত দুই উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে আফগানিস্তান।এরপরই ব্যাট হাতে দলের হাল ধরেন সেদিকুল্লাহ আতাল। শুরুতে মাত্র ৪ রানেই আউটের হাত থেকে বেঁচে খেলেন দায়িত্বশীল ইনিংস। ৫২ বলে অপরাজিত ৭৩ রানের ইনিংস খেলেন তিনি, যাতে ছিল ৬টি চার ও ৩টি ছয়।অন্য প্রান্তও আগলে রাখেন অভিজ্ঞ মোহাম্মদ নবী। চার নম্বরে নেমে ২৬ বলে ৩৩ রান করেন তিনি। তবে দুর্দান্ত ইনিংস উপহার দেন আজমাতুল্লাহ ওমরজাই। মাত্র ২১ বলে ঝোড়ো ৫৩ রান হাঁকান এই অলরাউন্ডার, যেখানে ছিল ৫টি ছক্কা ও ২টি চার। নবীর সঙ্গে ৫৪ রানের জুটি আফগানদের ইনিংসে গতি এনে দেয়।শেষ দিকে করিম জানাত (২) দ্রুত আউট হলেও অধিনায়ক রশিদ খান অপরাজিত থেকে ইনিংস শেষ করেন। আফগানিস্তান শেষ ৫ ওভারে তুলে নেয় ৭৮ রান যা তাদের বড় সংগ্রহের পথে এগিয়ে দেয়।হংকংয়ের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন কিনচিত শাহ। ৩ ওভারে ২৪ রান দিয়ে নেন ২ উইকেট। এছাড়া আয়ুশ শুক্লা ৪ ওভারে ৫৪ রান দিয়ে নেন ২ উইকেট। তবে বাকি বোলাররা আফগান ব্যাটারদের থামাতে পারেননি।শেষ পর্যন্ত ২০ ওভারে আফগানিস্তানের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ১৮৮। প্রথমবার এশিয়া কাপ খেলতে আসা হংকংয়ের জন্য এই রান উতরানো কঠিন চ্যালেঞ্জই বটে!