লিটনের ফিফটি, ৭ উইকেটে জিতে আসর শুরু বাংলাদেশের
১৪ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে বাংলাদেশ
হংকংকে হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ৭ উইকেটে জয়ী
টস- বাংলাদেশ (ফিল্ডিং)
হংকং-১৪৩/৭ (২০)
নিজাকাত খান-৪২ (৪০), জিসান-৩০ (৩৪), ইয়াসিম মুরতাজা-২৮ (১৯)
তানজিম-২/২১, রিশাদ-২/৩১, তাসকিন-২/৩৮
বাংলাদেশ-১৪৪/৩ (১৭.৪)
লিটন-৫৯ (৩৯), হৃদয়-৩৫ (৩৬), ইমন-১৯ (১৩)
আতিক ইকবাল-২/১৪, আয়ুশ শুক্লা-১/৩২
৭ উইকেটে জয় বাংলাদেশের
১৭.৪ ওভারে বাংলাদেশের জয় নিশ্চিত করেছেন তাওহীদ হৃদয়। ৩৬ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন তিনি। ১ বল ব্যাট করলেও কোনো রান পাননি জাকের।
লিটন ফিরলেন
জয় থেকে ২ রান দূরে থাকতে লিটন বোল্ড হয়ে ফিরে যান। ৬ চার ও এক ছক্কায় ৩৯ বলে ৫৯ রান করেন।
লিটনের ফিফটি, বাংলাদেশ ১৩০/২
৩৩ বলে ফিফটি করেছেন লিটন। ছিল ৫টি চার ও ১টি ছক্কার মার। বাংলাদেশের জার্সিতে লিটনের ১৫তম টি-টুয়েন্টি ফিফটি এটি।
লিটন-হৃদয় জুটির ফিফটি, বাংলাদেশের ১০০
৪৫ বলে ৫৩ রানের জুটি গড়েছেন লিটন দাস ও তাওহীদ হৃদয়। ১৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১০০ রান। লিটন ২৬ রানে এবং ২৫ রানে ব্যাট করছেন হৃদয়।
দ্বিতীয় সর্বোচ্চ রান
বাংলাদেশের হয়ে টি-টুয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক লিটন দাস, করেছেন ২৪৫৫। ছাড়িয়ে গেছেন মাহমুদউল্লাহর ২৪৪৪ রান। সামনে শুধু সাকিব আল হাসানের ২৫৫১ রান।
পাওয়ার প্লে শেষে বাংলাদেশ ২ উইকেটে ৫১
হৃদয় ৪ রানে এবং লিটন ৩ রানে ব্যাট করছেন।
তানজিদ ফিরলেন ১৪ রান করে
৫.৪ ওভারে দলীয় ৪৭ রানে দ্বিতীয় উইকেট হারাল বাংলাদেশ। আতিক ইকবালের বলে নিজাকাত খানের হাতে ক্যাচ দেন তানজিদ। ১৮ বলে ১৪ রান করেন।
ইমনকে ফেরালেন শুক্লা
তৃতীয় ওভারের শেষ বলে ২৪ রানে প্রথম উইকেট হারাল বাংলাদেশ। আয়ুশ শুক্লার স্লোয়ারে ডিপ মিডউইকেটে বাবর হায়াতের তালুবন্দি হন ইমন। ২ চার ও ১ ছক্কায় ১৪ বলে ১৯ রান করেন।
প্রথম ওভারে ৯ রান বাংলাদেশের
আয়ুশ শুক্লা হংকংয়ের হয়ে শুরু করতে আসেন। পারভেজ হোসেন ইমন প্রথম ওভারে ২টি চার মেরে ৯ রান তোলেন।
ব্যাটিংয়ে নেমে শুরুটা ভাল হয়নি হংকংয়ের
বাংলাদেশের সামনে হংকংয়ের ১৪৪ রানের চ্যালেঞ্জ
১৪৩ রানে থামল হংকংয়ের ইনিংস
২০ ওভার ব্যাট করে ৭ উইকেটে ১৪৩ রান তুলেছে হংকং। জিততে বাংলাদেশের লাগবে ১৪৪ রান।
সংক্ষিপ্ত স্কোর:
টস- বাংলাদেশ (ফিল্ডিং)
হংকং-১৪৩/৭ (২০)
নিজাকাত খান-৪২ (৪০), জিসান-৩০ (৩৪), ইয়াসিম মুরতাজা-২৮ (১৯)
তানজিম-২/২১, রিশাদ-২/৩১, তাসকিন-২/৩৮
আইজাজকে ফেরালেন তাসকিন
১৯.২ ওভারে বাংলাদেশকে সপ্তম সাফল্য এনে দিলেন তাসকিন। টাইগার পেসারের বলে ডিপ স্কয়ার লেগে জাকেরের হাতে ধরা পড়েন হংকং ব্যাটার। ৬ বলে ৫ রান করেন।
রিশাদের জোড়া শিকার, হংকং ১৩৬/৬
১৯তম ওভারের শেষ দুবলে উইকেট নিয়েছে রিশাদ হোসেন। ৪০ বলে ৪২ রান করা নিজাকাত খানকে ফেরানোর পর ফেরান কিঞ্চিত শাহকে। ১৩৬ রানে ষষ্ঠ উইকেট হারাল হংকং।
রানআউটে ভাঙল নিজাকাত ও ইয়াসিম জুটি
১৮তম ওভারের প্রথম বলে অফস্টাম্পের বাইরে ডেলিভারি দিয়েছিলেন মোস্তাফিজ। এক্সট্রা কভারে পাঠান নিজাকাত। ইয়াসিম ননস্ট্রাইক থেকে বেরিয়ে যান রান নিতে। তবে নিজাকাত তাকে ফেরত পাঠান। ফেরার আগে রিশাদের থ্রোতে বল পেয়ে স্টাম্প ভাঙেন মোস্তাফিজ। তাতে ৩৩ বলে ৪৬ রানের জুটি। মুরতাজা ফেরেন ১৯ বলে ২৮ রান করে, ছিল দুটি করে চার ও ছক্কার মার। ১১৭ রানে চতুর্থ উইকেট হারাল হংকং।
১০০ পেরিয়ে হংকং
১৫ ওভার শেষে হংকংয়ের সংগ্রহ ৩ উইকেটে ১০১। ইয়াসিম মুরতাহা ১৩ বলে ২১ এবং নিজাকাত খান ২১ রানে ব্যাট করছেন।
তানজিমের উইকেট মেডেন
১২তম ওভারে জিসানের উইকেট তুলে নিয়েছেন তানজিম সাকিব। পাশাপাশি মেডেনও আদায় করে নিয়েছেন টাইগার পেসার।
জিসানকে ফেরালেন তানজিম
বাংলাদেশের জন্য বিপজ্জনক হয়ে উঠেছিলেন জিসান আলি। চারটি বাউন্ডারিও আদায় করেছিলেন। ১১.৩ ওভারে হংকং ওপেনারকে ফেরালেন তানজিম সাকিব। টাইগার পেসারের লেগ স্টাম্পের উপরে করা বলে টপ এজ হয়ে ধরা পড়েন মোস্তাফিজুর রহমানের হাতে।
তিন চার ও এক ছক্কায় ৩৪ বলে ৩০ রান করেন।
১০ ওভার শেষে হংকং ২ উইকেটে ৬৪
জিসান আলি ২৪ এবং নিজাকাত খান ১২ রানে ব্যাটিং করছেন।
হংকংয়ের ফিফটি
৮.২ ওভারে রিশাদ হোসেনের বল ছক্কা হাঁকিয়ে দলীয় ফিফটি পূর্ণ করেছেন জিসান খান।
পাওয়ার প্লে-তে হংকংয়ের ৩৪/২
জিসান আলি ৫ রানে এবং নিজাকাত ৪ রানে ব্যাট করছেন।
বাবরকে বোল্ড করলেন তানজিম সাকিব
৪.৩ ওভারে তানজিম সাকিবের বলে মিড অনের উপর দিয়ে ছক্কা হাঁকান বাবর। পরের বলে ডিফেন্স করতে হংকং ব্যাটার। তবে বোল্ড হয়ে যান। ৩০ রানে দ্বিতীয় উইকেট হারাল হংকং। ১২ বলে ১৪ রান করেন বাবর।
রিভিউ নিয়ে আংশুমানকে ফেরালেন তাসকিন
দ্বিতীয় ওভারের তৃতীয় বলে সাফল্য পেয়েছেন তাসকিন আহমেদ। টাইগার পেসারের বল গুড লেন্থের ডেলিভারি আংশুমান রাঠের ব্যাট ছুঁয়ে যায় লিটন দাসের গ্লাভসে। বাংলাদেশের আবেদন নাকোচ করেন আম্পায়ার। পরে রিভিউ নিলে আউট হয়ে ফেরেন আংশুমান। ৭ রানে প্রথম উইকেট হারাল হংকং। রাঠ ফিরলেন ৫ বলে ৪ রান করে।
মেহেদীতে শুরু বাংলাদেশর
অফ স্পিনার মেহেদী হাসানে শুরু করেছে বাংলাদেশ। প্রথম ওভারে কেবল ২ রান দিয়েছেন তিনি। তৃতীয় বলে উইকেটও পেতে পারতেন। ইমপ্যাক্ট আম্পায়ার্স কলে বেঁচে যান জিসান আলি।
পরিবর্তন ছাড়াই নামছে হংকং
প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে বড় ব্যবধানে হেরেছিল হংকং। গ্রুপপর্বে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মুখোমুখি তারা। আসরে টিকে থাকতে জয়ের বিকল্প নেই দলটির হাতে। বাংলাদেশের বিপক্ষে একাদশে কোনো পরিবর্তন আনেনি দলটি।
হংকং একাদশ: জিসান আলি, বাবর হায়াত, আংশুমান রাঠ, কালহান চাল্লু, নিজাকাত খান, আইজাজ খান, কিঞ্চিত শাহ, ইয়াসিম মুরতাজা (অধিনায়ক), আয়ুশ শুকলা, আতিক ইকবাল ও এহসান খান।
তিন পেসার নিয়ে একাদশ সাঁজিয়েছে বাংলাদেশ
তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিবকে নিয়ে একাদশ সাঁজিয়েছে বাংলাদেশ। স্পিনে আছেন শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন। তাদের সঙ্গে পার্টটাইমার হিসেবে আছেন শামীম পাটোয়ারী।
বাংলাদেশ একাদশ: তানজিদ তামিম, পারভেজ ইমন, লিটন দাস, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলি অনিক, শেখ মেহেদী, রিশাদ হোসেন, তানজিম সাকিব, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।
টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
হংকং ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করছে বাংলাদেশ। আসর শুরুর ম্যাচে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।
দলটির কোচ বাংলাদেশকে সমীহ করে বলছেন, তারা মানসম্পন্ন দল।
বাংলাদেশকে মানসম্পন্ন দল বলছেন হংকং কোচ