ছয় ম্যাচে ইমামের তিন সেঞ্চুরি

ছয় ম্যাচে ইমামের তিন সেঞ্চুরি

আরেকটি ম্যাচ, আরও একটি সেঞ্চুরি। ইমাম-উল-হকের ব্যাটে বইছে রানের স্রোত। ইংল্যান্ডের ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টে ইয়র্কশায়ারের হয়ে অসাধারণ পারফর্ম করে চলেছেন পাকিস্তানি ওপেনার।

ইংল্যান্ডে যখন খেলতে যান ইমাম, তার ভাবনায় ছিল পারফর্ম করে পাকিস্তান দলে ফেরার দাবি জানানো। জাতীয় নির্বাচকদের সেই বার্তা প্রবলভাবেই দিতে পেরেছেন বাঁ-হাতি ওপেনার। ইয়র্কশায়ারের হয়ে রোববার ডারহামের বিপক্ষে ম্যাচ জেতানো সেঞ্চুরি করেছেন ইমাম।

হোভ কাউন্টি গ্রাউন্ডে ৫০ ওভারে নয় উইকেটে ২৮৪ রান তোলে সাসেক্স। ইয়র্কশায়ারের পেসার ম্যাট মিলনস একাই নেন ৩৮ রানে সাত উইকেট। রান তাড়ায় ১৪ বল বাকি রেখে ছয় উইকেটে জিতে যায় ইয়র্কশায়ার। ১০ চার ও তিনি ছক্কায় ১০৫ বলে ১০৬ রান করেন ইমাম। চলতি ওয়ানডে কাপে ছয় ম্যাচে তার তৃতীয় সেঞ্চুরি এটি।

নর্দাম্পটনশায়ারের বিপক্ষে উপহার দেন ১৩০ বলে ১৫৯ রানের ইনিংস, যা তার ক্যারিয়ারসেরা। পরের ম্যাচে তার ব্যাট থেকে আসে আরেকটি শতরান। এবার ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে করেন ১১৭ রান।