শ্রীলংকার বিপক্ষে ব্যাটিংয়ের শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ
এশিয়া কাপে শ্রীলংকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই বাংলাদেশ হারায় দুই ওপেনারকে। ব্যাট করতে নেমে দুই ওপেনারই ডাক খেয়েছেন। প্রথম ওভারে তানজিদ তামিম ৬ বল খেলে রান না করেই আউট হয়েছেন। পরের ওয়ারে পারভেজ হোসেন ইমনও ফিরেছেন ডাক খেয়ে। ব্যাট করতে নেমে প্রথম ওভারের পঞ্চম বলে নুয়ান থুশারার বলে বোল্ড হয়েছেন ওপেনার তানজিদ হাসান। পরের ওভারে দুশমন্থ চামিরার বলে শূন্যরানে বিদায় নেন আরেক ওপেনার ইমনও। প্রথম দুই ওভারে রান না পাওয়া বাংলাদেশ রানের খাতা খোলে ১৪ নম্বর বলে এসে। তবে দলীয় ১১ রানে বাংলাদেশ হারায় তৃতীয় উইকেট। এবার তাওহিদ হৃদয় ৮ রান করে রান আউট হয়ে মাঠ ছাড়েন। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ প্রথম ৬ ওভারে তিন উইকেট হারিয়ে ৩০ রান নিয়ে ব্যাট করছিল। দলের পক্ষে লিটন দাস ১৮ রানে আর মেহেদী হাসান ৪ রানে ব্যাঠিংয়ে ছিলেন। এরআগে, টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলংকা। ফলে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। এশিয়া কাপের এবারের আসরে প্রথম ম্যাচে মাঠে নামছে শ্রীলংকা। অন্যদিকে বাংলাদেশের জন্য এটি দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে হংকংকে ৭ উইকেটে হারিয়ে জয় দিয়ে শুরু করে বাংলাদেশ। আগের ম্যাচের একাদশ থেকে ১টি পরিবর্তন নিয়ে মাঠে নামছে টাইগাররা। তাসকিন আহমেদের পরিবর্তে খেলছেন শরিফুল ইসলাম। তাছাড়া ফাস্ট বোলার হিসেবে রয়েছেন মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান। দুই স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে রয়েছেন মেহেদী হাসান ও রিশাদ হোসেন। লঙ্কান দলে রয়েছেন তিন অলরাউন্ডার- দাশুন শানাকার সঙ্গে কামিন্দু মেন্ডিস ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। স্পেশালিস্ট ফাস্ট বোলার রয়েছেন তিনজন- চামিরা, পাথিরানা ও থুশারা। বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যে টি-টোয়েন্টি লড়াই সবসময়েই সমর্থকদের মধ্যে বাড়তি উত্তেজনা তৈরি করে। দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানেও বেশ কিছু চমক রয়েছে। যদিও শ্রীলংকা পরিসংখ্যানের দিক থেকে এগিয়ে তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পারফরম্যান্স কিন্তু বেশ ভালো।
একনজরে দুই দলের একাদশ :
বাংলাদেশ : পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা : কুশল মেন্ডিস, পাথুম নিসাঙ্কা, কামিল মিশারা, কুশল পেরেরা, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুশমন্থ চামিরা, বিনুরা ফার্নান্দো, নুয়ান থুসারা।