কুলদীপের ঘূর্ণিতে আমিরাতের ব্যাটিং ধস, ভারতের বড় জয়
এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানের জয় তুলেছে ভারত। সংযুক্ত আরব আমিরাতকে নিজেদের ঘরের মাটিতে ৯ উইকেটে হারিয়েছে সূর্যকুমার যাদবের দল। দারুণ ঘূর্ণিতে স্বাগতিকদের কুপোকাত করে ম্যাচ সেরা হয়েছেন কুলদীপ যাদব।
টসে হেরে আগে ব্যাটিং করে সংযুক্ত আরব আমিরাত। ভালো শুরুর পরও দলটি মাত্র ১৩.১ ওভারে অলআউট হয় মাত্র ৫৭ রানে। জবাব দিতে নেমে ভারত ৪.৩ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে ভারত।
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আরব আমিরাতকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। দুই ওপেনার আলিশান শারাফু ও মুহাম্মদ ওয়াসিমের ২৬ রানের ওপেনিং জুটি গড়েন। এরপর ওয়ামিস ও রাহুল চোপড়া ১৮ রানের আরেকটি জুটি গড়েন। আর কেউ ক্রিজে টিকে থাকতে পারেননি।
আমিরাতের দুই ওপেনার শারাফু ১৭ বলে ২২ ওয়াসিম ২২ বলে ১৯ রান করেন। তাদের আর কোনো ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারেননি। ভারতের স্পিনার কুলদীপ যাদব নেন ৪ উইকেট। শিভাম দুবে নেন ৩টি উইকেট। এছাড়া একটি করে উইকেট নেন জাসপ্রিতম বুমরাহ, অক্ষর প্যাটেল ও বরুণ চক্রবর্তী।
৫৭ রানের জয়ের লক্ষ্যে ব্যাটে নেমে ঝড়ো ইনিংস শুরু করেন অভিষেক শর্মা ও শুভমন গিল। অভিষেক শর্মা ১৬ বলে ৩০ করে জুনায়েদ সিদ্দিকির বলে আউট হন। গিল ৯ বলে ২০ ও যাদব ৭ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন।