আগামীকাল কোয়াব নির্বাচন, কে হবেন সভাপতি?

আগামীকাল কোয়াব নির্বাচন, কে হবেন সভাপতি?

ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) ক্রিকেটারদের সব বিষয় দেখভাল করে। গেল বছরখানেক ধরে এই সংগঠনটির কার্যক্রম একরকম বন্ধ হয়ে আছে। তবে আগামীকাল নির্বাচনের মাধ্যমে এই সংগঠনটিকে আবার নতুন রূপ দেওয়ার লক্ষ্য সংগঠকদের।

আগামীকাল দুই বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে কোয়াবের নির্বাচন। যেখানে সভাপতি পদে লড়বেন দুজন। তারা হলেন সাবেক ক্রিকেটার সেলিম শাহেদ ও বর্তমান ক্রিকেটার মোহাম্মদ মিঠুন। এবারের কোয়াব নির্বাচনে সাধারণ সম্পাদক পদ আর থাকছে না। সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সভাপতি এবং কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন হবে। সদস্য হবেন ৯ জন।

আজ সংবাদমাধ্যমে নির্বাচন কমিশনার নাসিউদ্দিন নাসু বলেন, 'এটা তো ২১৫ জনের যে তালিকা দেওয়া হয়েছে, সেখানে থাকা সবাই ভোট দিতে পারবে। আগামীকালকে (বৃহস্পতিবার) দেড়টায় আমাদের এজিএম শুরু হবে। এরপর লাঞ্চ। তিনটা থেকে পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। অনলাইনের ক্ষেত্রেও একই সময়।'

কোয়াবের বার্ষিক সাধারণ সভা ও পরে ভোটগ্রহণ হবে বিসিবি জাতীয় একাডেমি ভবনের সামনে। এরই মধ্যে অস্থায়ী প্যান্ডেলের মাধ্যমে সভাস্থল তৈরি করে ফেলা হয়েছে। 'সবাই খুবই এক্সাইটেড। আমাদের একটা গ্রুপ খোলা হয়েছে। সেখানে প্রতিদিন সাড়া দিচ্ছে। এমনকি বিদেশ থেকেও বলছে আমরা ভোট দিতে চাই', বলেন নাসু।

নির্বাচন কমিশনার জানালেন, ভোটারদের মধ্যে যে কেউ চাইলে অনলাইনেও ভোট দিতে পারবে, 'এখানে বলে রাখতে চাই, দুইভাবে ভোটিং হবে। একটা অনলাইন সিস্টেম, যারা বাইরে থাকছে তারা অনলাইনে ভোট দিতে পারবে। যারা সশরীরে আসবে তারা ব্যালট পেপারের মাধ্যমে ভোট দেবে।'

বৃহস্পতিবার ভোট হবে মূলত কোয়াবের সভাপতি পদে। এরই মধ্যে কার্যকরী পরিষদের সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, আকবর আলি, রুমানা আহমেদ, শামসুর রহমান শুভ, ইরফান শুক্কুর, খালেদ মাসুদ পাইলট ও ইমরুল কায়েস।

এসএইচ/এইচজেএস