পর্দা উঠল এশিয়া কাপের, হংকংয়ের বিপক্ষে ব্যাটিংয়ে আফগানিস্তান
পর্দা উঠলো এশিয়া কাপের। মাঠে গড়ালো মহাদেশীয় এই টুর্নামেন্টের ১৭তম আসরের। উদ্বোধনী ম্যাচে আবুধাবিতে মুখোমুখি হয়েছে আফগানিস্তান ও হংকং। যেখানে টসে জিতে আগে ব্যাট করবে আফগানরা।
এশিয়া কাপের আগের ১৬ আসরের ১৪টিই হয়েছে ওয়ানডে ফরম্যাটে। এই নিয়ে তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হচ্ছে এই টুর্নামেন্ট। যার মূল আয়োজক ভারত হলেও খেলা হচ্ছে আরব আমিরাতে।
এই ম্যাচ দিয়ে ৯ বছর পর মুখোমুখি হচ্ছে আফগানিস্তান ও হংকং। সর্বশেষ ২০১৬ সালে দেখা হয়েছিল তাদের। সব মিলিয়ে ৬ দেখায় যেখানে আফগানদের জয় ৪ ম্যাচে, ২ ম্যাচে জয় হংকংয়ের।
২০০৪ আসরে প্রথমবার এশিয়া কাপ খেলছে হংকং। এরপর আরো তিনবার— ২০০৮, ২০১৮ ও ২০২২ সালে দেখা গেছে তাদের। তবে এখন পর্যন্ত এশিয়া কাপের মঞ্চে কোনো জয়ের দেখা পায়নি হংকং।
সর্বমোট ৮ ম্যাচ খেলে সবগুলোতেই হেরেছে তারা। তবে এবারের এশিয়া কাপেই হারের বৃত্ত ভেঙ্গে প্রথম জয়ের স্বাদ নিতে চায় হংকং। অন্যদিকে জয় দিয়ে এবারের আসর শুরু করতে চায় আফগানরা।
দুই দলের লড়াই শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। যেখানে টসে জিতে আগে ব্যাট করবে আফগানিস্তান।