হায়দার আলি |ইন্টারনেট

ইংল্যান্ড সফরে গিয়ে বিতর্কে হায়দার আলি, হয়েছেন নিষিদ্ধ

পাকিস্তান ক্রিকেটে নতুন বিতর্ক তৈরি করেছেন হায়দার আলি। পাক ক্রিকেটের এই তারকার ‍বিরুদ্ধে উঠেছে যৌন হেনস্থার অভিযোগ। তাও আবার দেশের বাহিরে, ইংল্যান্ডে খেলতে গিয়ে।

যে অভিযোগে এই খেলোয়াড়কে গ্রেফতারও করা হয়েছিল। পরে তিনি জামিনে ছাড়া পান। এদিকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

যদিও তদন্ত চলাকালীন হায়দারকে সবধরনের আইনি সহায়তা করার আশ্বাস দিয়েছে পিসিবি।

এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড বলেছে, ‘যুক্তরাজ্যের আইনি প্রক্রিয়াকে পূর্ণ সমর্থন ও সম্মান করে পিসিবি এবং এই তদন্তকে নিজস্ব গতিতে চলতে দেয়ার গুরুত্বও স্বীকার করছে। হায়দারকে সাময়িকভাবে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।’

‘যা তাৎক্ষণিকভাবে কার্যকর, এখন থেকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা থাকবে। আইনি প্রক্রিয়া শেষে প্রয়োজনে নিজস্ব নীতিমালা অনুযায়ী পিসিবি শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে।’

গত মাসের শেষের দিকে ইংল্যান্ড সফর করেছে পাকিস্তান শাহীনস। যেখানে বেকেনহ্যামে ফার্স্ট-ক্লাস কাউন্টিস সিলেক্ট ইলেভেনের বিপক্ষে তিনটি এক দিনের ও একটি লাল বলের ম্যাচ খেলেছে তারা।

এ ছাড়া এমসিসি ইয়াং ক্রিকেটার্স অ্যান্ড সাউথ এশিয়ান ক্রিকেট অ্যাকাডেমি একাদশের বিপক্ষে একটি সাদা পোশাকের ম্যাচও খেলেছে দলটা। তবে এই সফরে গিয়েই এমন অভিযোগ উঠেছে হায়দারের বিরুদ্ধে।

হায়দারকে নিয়ে মোট চারজন পাকিস্তানি ক্রিকেটার ইংল্যান্ডে গিয়ে গ্রেফতার হলেন। ২০১০ সালে ম্যাচ ফিক্সিংয়ের জন্য সালমান বাট, মহম্মদ আমির, মহম্মদ আসিফকে গ্রেফতার করেছিল লন্ডন পুলিশ।

উল্লেখ্য, পাকিস্তান জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত দু’টি ওয়ানডে এবং ৩৫ টি-টোয়েন্টি খেলেছেন হায়দার। যদিও লম্বা সময় ধরেই জাতীয় দলের জার্সিতে খেলা হচ্ছে না তার।