আরো ২টি রেকর্ডের অপেক্ষায় বাবর, টপকে যেতে পারেন কোহলিকেও
পাকিস্তানের ব্যাটার বাবর আজমকে আরো দুটি রেকর্ড হাতছানি দিয়ে ডাকছে। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই সেগুলো নিজের করে নিতে পারেন তিনি।
আজ শুক্রবার (৮ আগস্ট) বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টায় তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ক্যারিবীয়দের মুখোমুখি হবে পাকিস্তান।
এই সিরিজে একটি শতক হাঁকালেই পাকিস্তানের হয়ে সবচেয়ে কম ম্যাচে ২০টি শতকের মালিক বনে যাবেন তিনি। এর মাধ্যমে বাবর ছুঁয়ে ফেলবেন তার দেশের গ্রেট প্লেয়ার সাঈদ আনোয়ারকে।
এক্সপ্রেস নিউজ জানিয়েছে, সাঈদ আনোয়ার ২০টি শতক হাঁকাতে ২৪৭ ম্যাচে ২৪৪ ইনিংস ব্যাট করেছেন। সেখানে বাবর আজম মাত্র ১৩১ ম্যাচে ১২৮ ইনিংস ব্যাট করেই হাঁকিয়েছেন ১৯টি শতক। লিজেন্ড সাঈদ আনোয়ার দীর্ঘদিনের রেকর্ড স্পর্শ এখন বাবরের জন্য সময়ের ব্যাপার।
পাশাপাশি পাকিস্তানি ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি শতক করেছেন সাঈদ আনোয়ার। তিনি ২৪৭ ম্যাচে ২০ বার তিন অঙ্ক স্পর্শ করেছেন। এই রেকর্ডেও তার ঠিক নিচেই বাবরের অবস্থান। তিনি ১৩১ ম্যাচে ১৯ শতক নিয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি শতক হাঁকানো পাকিস্তানি ব্যাটারদের তালিকায় দ্বিতীয়তে রয়েছেন।
এই তালিকায় এরপর যথাক্রমে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছেন মোহাম্মদ ইউসুফ (২৮১ ম্যাচে ১৫টি শতক), ফখর জামান (৮২ ম্যাচে ১১টি শতক) ও মোহাম্মদ হাফিজ (২১৮ ম্যাচে ১১টি শতক)।
একইসাথে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বিশ্ব ক্রিকেট ইতিহাসে ওয়ানডেতে সবচেয়ে দ্রুততম ২০টি শতক করা দ্বিতীয় ব্যাটার হওয়ার সম্ভাবনাও রয়েছে বাবর আজমের। বাবর বর্তমানে ১২৮ ম্যাচে ১৯টি শতকের মালিক। তিনি যদি আগামী চারটি ইনিংসের মধ্যে আরো একটি শতক হাঁকাতে পারেন, তাহলে তিনি ভারতের বিরাট কোহলিকে টপকে যাবেন। কারণ, বিরাট ২০টি শতকের মাইলফলক অতিক্রম করতে ১৩৩ ইনিংস ব্যাট করেছেন।
সবচেয়ে দ্রুততম ২০টি শতক হাঁকানো ব্যাটারদের তালিকায় সবার ওপরের নামটি দক্ষিণ আফ্রিকার হাশিম আমলার। তিনি এই মাইলফলক স্পর্শ করেছেন মাত্র ১০৮টি ইনিংস খেলে।
ওয়ানডেতে সবচেয়ে দ্রুত ২০টি শতক করা ব্যাটাররা হলেন- হাশিম আমলা (১০৮ ইনিংস), বিরাট কোহলি (১৩৩ ইনিংস), এ বি ডি ভিলিয়ার্স (১৭৫ ইনিংস) ও রোহিত শর্মা (১৮৩ ইনিংস)।