অর্জুন তেন্ডুলকর,ছবি: X,

সচিন পুত্র অর্জুনের ৫ উইকেটে প্রত্যাবর্তন

এই সময়: সদ্য বাগদান পর্ব সেরেছেন অর্জুন তেন্ডুলকর। একই সঙ্গে প্রায় সাত মাস পরে মাঠে নেমে পাঁচ উইকেট পেলেন সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন। এখন গোয়ার হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলেন তিনি।

সেখানেই প্রথম শ্রেণির ক্রিকেটে প্রস্তুতি ম্যাচে পাঁচ উইকেট পেলেন বাঁহাতি পেসার। ইন্সটাগ্রামে নিজেই ভাগ করে নিয়েছেন উইকেট পাওয়ার নানা ছবি। বোঝাই যাচ্ছে, আবার মাঠে ফিরে বেশ খুশি তিনি।

মুম্বইয়ের নামী ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি সানিয়ার সঙ্গে অগস্টে বাগদান হয়েছে অর্জুনের। ঘরোয়া অনুষ্ঠানে দুই পরিবারের অতিথিদের সামনে হয়েছিল এই বাগদান পর্ব। প্রথমে মুম্বইয়ের হয়ে খেলা শুরু করলেও সে ভাবে সুযোগ পাননি।

ম্যাচ খেলার সুযোগ বাড়ানোর জন্য গোয়াকে বেছে নিয়েছেন সচিন পুত্র। অলরাউন্ডার হলেও মূলত পেস বোলিং করেন। তবে এখনও পর্যন্ত গোয়ার হয়ে দারুণ কিছু করে ফেলেছেন, তা–ও নয়। এখন বাগদানের পরে অর্জুনের ভাগ্য বদলায় কি না, নজর সে দিকেই।

arjun tendulkar