IPL থেকে অবসর ঘোষণা রবিচন্দ্রন অশ্বিনের,Ei Samay,রবিচন্দ্রন অশ্বিন

নতুন যাত্রা শুরুর ইঙ্গিত, IPL থেকে অবসর ঘোষণা রবিচন্দ্রন অশ্বিনের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন আগেই। এ বার IPL কেরিয়ারেও ইতি টানলেন ভারতের তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। বুধবার একটি সোশ্যাল মিডিয়া পোস্টে এই খবর জানান তিনি। তবে কি ক্রিকেটকে একেবারেই বিদায় জানাচ্ছেন অশ্বিন? তা কিন্তু নয়। বরং নতুন চ্যালেঞ্জের জন্য তৈরি এই তারকা স্পিনার-অলরাউন্ডার। বিশ্বের অন্যান্য টি-টোয়েন্টি লিগে খেলার কথা জানিয়েছেন তিনি।

নিজের এক্স হ্যান্ডলে এই নিয়ে একটি পোস্ট করেন অশ্বিন। সেখানে লেখেন, ‘আজ একটি বিশেষ দিন! কথায় আছে, প্রতিটা সমাপ্তিরই একটা নতুন শুরু হয়। IPL ক্রিকেটার হিসেবে আমার কেরিয়ার আজ শেষ হলো। তবে বিশ্বের বিভিন্ন লিগে খেলার জন্য এটাই প্রথম পদক্ষেপ।

আমি প্রতিটা ফ্র্যাঞ্চাইজ়িকে ধন্যবাদ জানাতে চাই। বহু বছর ধরে অনেক ভালো স্মৃতি জড়িয়ে রয়েছে তাঁদের সঙ্গে। প্রত্যেকের সঙ্গেই তৈরি হয়েছিল ভালো সম্পর্ক। সবচেয়ে বেশি কৃতজ্ঞ IPL ও BCCI-এর কাছে। আগামীতে যা রয়েছে, তা উপভোগ করার জন্য এবং নিজের সেরাটা দেওয়ার জন্য তৈরি হচ্ছি।’

রবিচন্দ্রন অশ্বিনের IPL কেরিয়ার

২০০৯ সাল থেকে IPL-এ খেলছেন রবিচন্দ্রন অশ্বিন। খেলেছেন মোট পাঁচটি দলের হয়ে। ২০১৫ সাল পর্যন্ত টানা খেলেন চেন্নাই সুপার কিংসে। ২০১৬ সালে এক মরশুম কাটান রাইসিং পুনে সুপার জায়ান্টে। ২০১৭ ও ২০১৮-তে যোগ দেন পাঞ্জাব কিংসে। পরের দুই মরশুম খেলেন দিল্লি ক্যাপিটালসে। ২০২২ থেকে ২০২৪ পর্যন্ত ছিলেন রাজস্থান রয়্যালসে। অবশেষে গত মরশুমে ফেরেন চেন্নাইতে।

Special day and hence a special beginning.

They say every ending will have a new start, my time as an IPL cricketer comes to a close today, but my time as an explorer of the game around various leagues begins today🤓.

Would like to thank all the franchisees for all the…

এই ১৬ বছরের কেরিয়ারে খেলেছেন মোট ২২১টি ম্যাচ। উইকেট নিয়েছেন ১৮৭টি। ইকোনমি ৭.২০, সেরা বোলিং ফিগার ৩৪/৪। শুধু তাই নয়, ব্যাট হাতেও ভরসা দিয়েছেন দলগুলিকে। ৯৮ ইনিংসে করেছেন ৮৩৩ রান। রয়েছে একটি হাফ সেঞ্চুরিও।

তবে মূলত চেন্নাই সুপার কিংসের ঘরের ছেলে ছিলেন অশ্বিন। ধোনি, জাদেজা, অশ্বিনকে ছাড়া চেন্নাই দলের কথা ভাবতেই পারতেন না ক্রিকেটপ্রেমীরা। কেরিয়ারে ২ বার IPL জিতেছেন অশ্বিন, সেটাও CSK-এর হয়েই।

Ravichandran Ashwin

তবে গত মরশুমে ৯.৭৫ কোটি টাকা দিয়ে চেন্নাই তাঁকে দলে ফেরালেও আশানুরুপ পারফর্ম করতে পারেননি অশ্বিন। ৯ ম্যাচ খেলে নিয়েছিলেন মাত্র ৭টি উইকেট, ইকনমি ছিল ৯.২৫। তাই এই মরশুমে তাঁর দলে থাকা নিয়েও বাড়ছিল সংশয়। এমন আবহে সমস্ত জল্পনার অবসান ঘটালেন অশ্বিন নিজেই।

🚨ASHWIN's IPL JOURNEY🚨

⚡️Chennai Super Kings (2009-2015)
⚡️Rising Pune Supergiant (2016-2017)
⚡️Punjab Kings (2018-2019)
⚡️Delhi Capitals (2020-2021)
⚡️Rajasthan Royals (2022-2024)
⚡️Chennai Super Kings (2025)

With 187 wickets, he ends his IPL career as the 5th highest… pic.twitter.com/Ed4iXNYpyS

কোন দলের হয়ে খেলবেন অশ্বিন?

বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজ়ি লিগে এ বার খেলতে পারবেন অশ্বিন। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ, ওয়েস্ট ইন্ডিজ়ের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, ইংল্যান্ডের দ্য হান্ড্রেড এবং দক্ষিণ আফ্রিকার SA20 লিগে খেলার সুযোগ থাকবে তাঁর সামনে। তবে এর জন্য তামিলনাড়ু প্রিমিয়ার লিগ থেকেও সরে দাঁড়াতে হবে অশ্বিনকে।