পাকিস্তানিরাই বলছে ‘এসব বাচ্চাদের সঙ্গে ভারতীয়দের খেলা উচিত না’
পাকিস্তানের খেলা দেখে হতাশ দেশটির ক্রিকেট ভক্ত-সমর্থকর। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে পাত্তাই পায়নি পাকিস্তান।
১৪ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমেই বিপদে পড়ে যায় পাকিস্তান। ইনিংসের প্রথম বল থেকেই
উইকেট হারাতে থাকে পাকিস্তান। ব্যাটিং বিপর্যয়ের কারণে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৭ রানের বেশি করতে পারেনি পাকিস্তান।
সহজ টার্গেট তাড়া করতে নেমে ৪ উইকেট হারিয়ে ২৫ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ভারত। ভারতের বিপক্ষে পাকিস্তানের ব্যাটিং বিপর্যয়ে রীতিমতো হতাশ পাকিস্তানের ভক্ত-সমর্থকরা।
পাকিস্তান ক্রিকেট দলের এক ভক্ত বলেছেন, ‘ভারত বিশ্বের সেরা দল। এশিয়া কাপে এসব বাচ্চাদের সঙ্গে তার খেলা উচিত নয়। এটি একটি শিশুদের দল। এই ছোট বাচ্চাদের সঙ্গে খেলবেন না।’
অন্য একজন বলেন, ‘আমি ভারতকে অনুরোধ করছি যাতে তারা আগামী ম্যাচটি বয়কট করে, তাহলে আমরা ২ পয়েন্ট পেয়ে যাব। আমরা ফাইনালে যেতে চাই। প্লিজ।'
আরেক পাকিস্তানি ভক্ত বলেন, 'আমি কোনো ম্যাচ মিস করি না। আজও তাই আমি এসেছি এই সবুজ পতাকা নিয়ে। এই দলকে সমর্থন করার জন্য। কিন্তু মিঃ মাইক হেসন কী করছেন? বোলারকে ব্যাটারে পরিণত করছেন এবং ব্যাটারকে বোলার। সইয়ম আইয়ুবকে উইকেট নিতে দেখে খুশি। আফ্রিদিকে রান করতে দেখেও খুশি। কিন্তু আফ্রিদি বোলিং করছেন না। তুমি কী করছো ভাই, তুমি আমাদের অপমান করছ, এই দলকে থামাও।'
আরেক ভক্ত পাকিস্তান দলের খেলোয়াড়দের ব্যান্ড বাজিয়ে বললেন, 'ভাই, আপনারা কবে কুলদীপ যাদবের চরিত্রে অভিনয় শিখবেন? কুলদীপ যাদব ৫ বছর ধরে আমাদের ব্যান্ড বাজাচ্ছেন। আশা করি, আমাদের ব্যাটসম্যানরা এটা নিয়ে কাজ করবে। কিন্তু সবই ঘণ্টা। তারা ছোট ছোট দলকে হারাতে পারে শুধু। আমরা ভেবেছিলাম আমরা ভারতকে হারাব, কিন্তু তা সম্ভব হয়নি।'