ক্রিকেট ইতিহাসের অন্যতম দক্ষ পেসার ভাবা হয় ওয়াসিম আকরামকে। পাকিস্তানের সাবকে এই পেসারের নিখুঁত অ্যাকশন ও সুইং যেকোনো বোলারের জন্যই ঈর্ষার। তবে জাসপ্রিত বুমরাহকে ওয়াসিম আকরামের চেয়ে ভালো বোলার ভাবেন ওয়াকার ইউনিস।
ওয়াসিম আকরামের সঙ্গে একই সময়ে জাতীয় দলে খেলেছেন ওয়াকার ইউনিস। ওয়াকারের সঙ্গেই একই গাড়িতে একবার ছিলেন ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া। গাড়িতে যেতে যেতেই নাকি তিনি বুমরাহকে নিয়ে এই মন্তব্য করেছিলেন।
নিজের ইউটিউব চ্যানেলে আকাশ বলেছেন, 'আমরা একটি গাড়িতে ছিলাম। ওয়াকার ইউনুস আমার সঙ্গে ছিলেন। আমি তাকে বললাম, ‘পুরো ক্রিকেট বিশ্ব ওয়াসিম আকরামের ভ্যারিয়েশন ও বল নিয়ন্ত্রণের জন্য তাকে শ্রদ্ধা করে। তিনি ছিলেন অনন্য। বুমরাহ যেন ডানহাতি ওয়াসিম আকরাম, তাই না?
জবাবে ওয়াকার বলেছিলেন, ‘না, সে আমাদের সবার চেয়ে ভালো। আমাদের এই বয়সে এমন ক্রিকেটীয় চিন্তাধারা ছিল না। তাঁর দক্ষতা ভালো, চিন্তাভাবনা ভালো। সে ইতিহাসের সেরা।'
সম্প্রতি ভারতের টেস্ট অধিনায়ক হয়েছেন শুবমান গিল। তবে আলোচনায় ছিলেন বুমরাহও। এই পেসারের নেতৃত্ব নিয়ে আকাশ বলেছেন, 'বলা হচ্ছিল, ভারতের জন্য বুমরাহর চেয়ে ভালো অধিনায়ক হতে পারে না। প্রশ্ন উঠছিল, কেন বোলাররা অধিনায়ক হতে পারে না—কারণ রোহিত শর্মার অধিনায়কত্বে তিনি সহ-অধিনায়ক ছিলেন এবং পার্থে অধিনায়ক হয়ে ম্যাচও জিতেছেন, তাই তাকে অধিনায়ক করা উচিত।'
এইচজেএস