গুরুত্বপূর্ণ সদস্যকে সরাল BCCI,Ei Samay,

এশিয়া কাপের আগেই বড় পরিবর্তন, টিম ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ সদস্যকে সরাল BCCI

ড্রিম ইলেভেনের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পরে ভারতীয় দলের লিড স্পনসর কে হবে, তা নিয়ে চর্চা চলছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। শোনা যাচ্ছে দৌড়ে রয়েছে টাটা, রিলায়েন্স, আদানির মতো সংস্থা। দ্রুত সমাধানের জন্য কাজ শুরু করে দিয়েছেন বোর্ডের কর্তারা। এর মাঝেই দলে বড় পরিবর্তনের পথে হাঁটল BCCI।

এশিয়া কাপের আগেই সরিয়ে দেওয়া হলো টিমের সঙ্গে দীর্ঘদিন যুক্ত এক সাপোর্ট স্টাফকে। চাকরি ছাড়লেন ভারতীয় দলের ম্যাসিওর রাজীব কুমার। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে এই খবর ঘোষণা করেন তিনি। কেন এমন সিদ্ধান্ত বোর্ডের?

ভারতীয় দলের সঙ্গে প্রায় এক দশক ধরে যুক্ত ছিলেন রাজীব। ক্রিকেটার এবং সমর্থকদের পছন্দের তালিকায় ছিলেন তিনি। খেলা শেষ হওয়ার পরে অধিকাংশ প্লেয়ারই যেতেন তাঁর কাছে। শুধু মাত্র ক্রিকেটারদের মাসাজ থেরাপি দেওয়াই নয়, এনার্জি ড্রিঙ্কস, প্রোটিন শেক ও হাইড্রেশন মিক্স তৈরি করাও ছিল তাঁর নিয়মিত রুটিন। প্রত্যেক ক্রিকেটারের সুবিধা-অসুবিধার কথা মাথায় রাখতেন রাজীব।

Rajeev Kumar

মাঠেও যথেষ্ট সক্রিয় ভূমিকায় দেখা যেত তাঁকে। বাউন্ডারি লাইনের ধারে সর্বদা হাসিমুখে দেখা যেত রাজীবকে। প্লেয়াররা যাতে খেলার মাঝে সুস্থ-সবল থাকেন এবং ওভার রেট নিয়ন্ত্রণে থাকে, সেটাও খেয়াল রাখতেন তিনি।

নিজের ইন্সটাগ্রামে একটি স্টোরিতে চাকরি ছাড়ার কথা জানান রাজীব। তিনি লেখেন, ‘ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে প্রায় এক দশক যুক্ত থাকতে পেরে আমি গর্বিত। ঈশ্বরকে ধন্যবাদ এই সুযোগ দেওয়ার জন্য। আগামীর দিকে তাকিয়ে রয়েছি।’

Cheers to Rajeev Kumar 🇮🇳

9 years with Team India — the man behind many recovered muscles and smiling faces. A legend in the shadows #bcci #TeamIndia #rajeevkumar #CricketTwitter #CricketNews pic.twitter.com/Yex5eU4yMw

তবে এশিয়া কাপের তাঁকে কেন ছেড়ে দিল BCCI, সেই বিষয়ে জানা যায়নি কিছু। ভারতীয় দলের বোলারদের সঙ্গে তাঁর সখ্যতা ছিল নজরকাড়া। ২০১৯ সালে তাঁর এবং ইশান্ত শর্মার সঙ্গে একটি ছবি পোস্ট করেন মহম্মদ সামি। ক্রিকেটার যুজ়বেন্দ্র চাহাল তাঁকে আখ্যা দিয়েছিলেন ‘শিরোনামে না থাকা নায়ক’।