বেঙ্গালুরুর সেই মর্মান্তিক ঘটনা নিয়ে কথা বললেন কোহলি
গত মৌসুমে প্রথমবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ জয়ের স্বাদ পায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১৭ বছর দৌড়ে প্রথম শিরোপা পেয়ে উল্লাসে মাতে দলটি, সঙ্গী হয় সমর্থকগোষ্ঠী। একপর্যায়ে শোকে পরিণত হয় বেঙ্গালুরুর উদযাপন দিনটি। পদদলিত হয়ে মারা যান ১১ জন। আহত হন শতাধিক।
৪ জুন ঘটে যাওয়া সেই দিনটি নিয়ে মুখ খুললেন ভারতীয় কিংবদন্তি বিরাট কোহলি। বেঙ্গালুরুর ওয়েবসাইটে প্রকাশিত বার্তায় কোহলি বলেছেন, ‘৪ জুনের ঘটে যাওয়া ঘটনাটির মতো কিছু হৃদয়বিদারক ঘটনার জন্য অন্তত আমি প্রস্তুত ছিলাম না। এমন এক মুহুর্ত ছিল, যেখানে আনন্দের মুহুর্তটি বিপর্যয়ে রূপ নিয়েছিল। যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের পরিবার ও আহত সমর্থকদের জন্য আমি প্রার্থনা করছি। আপনাদের এই অপূরণীয় ক্ষতি আমাদের গল্পেরই অংশ।’
সেদিনের শিরোপা উদযাপনের সময়ে চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে প্রাণহানির ঘটনায় যে মামলা দায়ের হয়েছিল, সেজন্য
কর্ণাটক সরকারের কাছে প্রতিবেদন চেয়েছিলেন আদালত। সরকার উচ্চ আদালতে জমা দেয়া প্রতিবেদনে তুলে ধরে, উদযাপন অনুষ্ঠান আয়োজনে অনুমতি না নেয়া ও অব্যবস্থাপনার কথা।
সম্প্রতি বেঙ্গালুরু কর্তৃপক্ষ নিহত সকলের পরিবারকে ২৫ লাখ রুপি করে আর্থিক ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছে। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে ছয়টি পয়েন্টের একটি বিশদ পরিকল্পনাও প্রকাশ করেছে। জানিয়েছে, নিহত সমর্থকদের স্মরণে শহরে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে।