বৃষ্টিবিঘ্নিত ম্যাচে জয় দক্ষিণ আফ্রিকার,Ei Samay,

ODI-এর ক্ষত ভুলে টি-টোয়েন্টিতে কামব্যাক, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে জয় দক্ষিণ আফ্রিকার

সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে ODI সিরিজ়ের শেষ ম্যাচে একরাশ লজ্জার মুখে পড়তে হয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। ৩৪২ রানের বিশাল ব্যবধানে হারতে হয়েছিল তাদের, যা ODI ইতিহাসে সর্বোচ্চ। তবে সেই ক্ষত ভুলে ঘুরে দাঁড়াল দক্ষিণ আফ্রিকা। টি-টোয়েন্টি সিরিজ়ের প্রথম ম্যাচে জয় পেল তারা। তবে বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন নিয়মে জয় পেল দক্ষিণ আফ্রিকা। বৃষ্টির জন্য ম্যাচ শুরু হতেই প্রায় ৪ ঘণ্টা দেরি হয়। দুই ইনিংসের মাঝেও ম্যাচ থামাতে হয় বৃষ্টির কারণে। তবে শেষ পর্যন্ত বোলারদের দাপটে জয় পায় দক্ষিণ আফ্রিকা।

বৃষ্টির জন্য প্রথমে ৭.৫ ওভার ব্যাটিং করতে পারে দক্ষিণ আফ্রিকা। রায়ান রিকেলটন খালি হাতে ফিরলেও দাপট দেখান আর এক ওপেনার আইডেন মারক্রাম। ১৪ বলে ২৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন। ১০ বলে ২৩ রানের ইনিংস আসে SA20 অকশনে সর্বোচ্চ দামী ক্রিকেটার ডিওয়াল্ড ব্রেভিসের ব্যাট থেকে। শেষে দোনোভান ফেরেইরা ও ত্রিস্তান স্টাবসের দাপটে ৫ উইকেট হারিয়ে ৯৭ রানে পৌঁছয় দক্ষিণ আফ্রিকা।

A post shared by Proteas Men (@proteasmencsa)

ইংল্যান্ড ব্যাট করতে নামার আগে ফের বাধা বৃষ্টির। প্রায় ৫০ মিনিট বন্ধ থাকে খেলা। ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন নিয়মে জয়ের জন্য ইংল্যান্ডের টার্গেট দাঁড়ায় ৫ ওভারে ৬৯। তবে প্রথম বলেই শূন্য রানে ফিল সল্টকে আউট করে বড় ধাক্কা দেন কাগিসো রাবাডা। পরের ওভারেই মার্কো জ্যানসেনের বলে আউট হন জ্যাকব বেথেল (৭)। করবিন বসের বলে শূন্য রানে ফেরেন ইংল্যান্ডের ক্যাপ্টেন হ্যারি ব্রুক।

Pure fireworks from Donovan Ferreira! 💥

Smashing a rapid 25* off just 11 balls in a shortened contest, peppered with 3 big sixes, to claim today’s Player of the Match award. 🏏🇿🇦 #WozaNawe pic.twitter.com/gcg964klmk

একটা দিক আগলে লড়াই চালাচ্ছিলেন জস বাটলার। তবে জ্যানসেন তাঁকে আউট করায় ইংল্যান্ডের জয়ের আশা আরও ক্ষীণ হয়। তিনটি ছক্কা, একটি চারের সহায়তায় ১১ বলে ২৫ করে ফেরেন বাটলার। শেষ ওভারে জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ছিল ২৬ রান। স্যাম কারেন ক্রিজ়ে থাকলেও তিনি ম্যাচ জেতাতে পারেননি ইংল্যান্ডকে। দু’টি করে উইকেট পেয়েছেন জ্যানসেন ও করবিন বস।