অভিষেকেই উদ্ধারকর্তা হাসান নাওয়াজ। বিপদে পড়ে যাওয়া দলটাকে টেনে তুলেছেন তিনি। পৌঁছে দিয়েছেন জয়ের বন্দরে। আর ভাগিয়ে নিয়েছেন ম্যাচ সেরার পুরস্কারও।
শনিবার (৯ আগস্ট) ত্রিনিদাদে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটের ব্যবধানে হারাল পাকিস্তান। এই জয়ে সিরিজে এগিয়ে গেল মোহাম্মদ রিজওয়ানের দল।
ব্রায়ান লারা স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিং করতে নেমে সব কয়টি উইকেট হারিয়ে ৪৯ ওভারে ওয়েস্ট ইন্ডিজ তুলে ২৮০ রান। জবাবে ৭ বল আর ৫ উইকেটে হাতে রেখেই জয় নিশ্চিত করে সফরকারীরা।
প্রথম ওভারেই ব্র্যান্ডন কিংকে (৪) ফেরান শাহিন আফ্রিদি। দ্বিতীয় উইকেটে লুইস ও কেসি কার্টি যোগ করেন ৮২ বলে ৭৭ রান। লুইস ৬২ বলে ৬০ ও কেসির ব্যাটে আসে ৩৯ বলে ৩০ রান।
শেরফানে রাদারফোর্ডকে (১০) জ্বলে উঠতে দেননি সালমান আলি আগা। তবে জ্বলে উঠেন শাই হোপ ও রোস্টন চেজ। ৬৪ রানের জুটি গড়েন তারা। শাইহোপ আউট হোন ৭৭ বলে ৫৫ করে।
রোস্টন চেজও ফিফটি করে ইনিংস বড় করতে পারেননি, ৫৪ বলে ৫৩ করে নাসিম শাহর শিকার তিনি। শেষ দিকে ১৮ বলে ৩১ রান করেন গোদাকেশ মোতি।
৮ ওভার বল করে ৫১ রান খরচায় সর্বোচ্চ ৪ উইকেট নেন শাহিন। সমান সংখ্যক ওভারে ৫৫ রান খরচায় ৩ উইকেট নেন নাসিম শাহ।
রান তাড়ায় ওপেনার সাইম আইয়ুবকে (৫) দ্রুত হারায় পাকিস্তান। আরেক ওপেনার আব্দুল্লাহ শাফিক (২৯) বিদায় নেন থিতু হওয়া পর। এরপর হাল ধরেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান।
তবে দু’জনের শুরুটা ছিল অস্বস্তিময়। জেডেন সিলস ও শামার জোসেফের সামনে ততটা সুবিধা করতে পারছিলেন না তারা। একপর্যায়ে টানা ১৬ বলে রান নিতে পারেনি এই জুটি।
তবে থিতু হওয়ার পর রান তুলেছেন। জুটিতে আসে ৬৯ বলে ৫৫ রান। ৬৪ বলে ৪৭ রান করে থামতে হয় বাবরকে। তবে ফিফটি তুলে নেন রিজওয়ান।৬৯ বলে করেন ৫৩ রান আসে তার ব্যাটে।
অধিনায়ক সালমান আগা আউট হোন ২৬ বলে ২৩ করে। ৩৭.২ ওভারে ১৮০ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান। তখনো তাদের জন্য প্রয়োজন ১০১ রান।
সেখান থেকে অভিষিক্ত হাসান নাওয়াজ ও ছয় বছর পর দলে ফেরা হোসাইন তালাত ধরেন হাল। শেষ পর্যন্ত তারা আর কোনো উইকেটই পড়তে দেননি। জয় নিশ্চিত করেই মাঠ ছেড়েছেন তারা।
৫৪ বলে ৫ চার আর ৩ ছক্কায় ৬৩ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন নাওয়াজ। আর ৩৭ বলে ৪১ রানে অপরাজিত থেকে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তালাত।
ক্যারিবীয়দের পক্ষে ৬৫ রান খরচায় সর্বোচ্চ ২ উইকেট নেন শামার জোসেফ। এছাড়া ১টি করে উইকেট নিজেদের পকেটে পুরেছেন জেডেন সিলস, গোদাকেশ মোতি ও রোস্টন চেজ।
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে রোববার (১০ আগস্ট) সকালে মুখোমুখি হবে দুই দল।