সাকিব ফিরতে পারবেন? বোর্ড সভাপতি হলে যা করতেন তামিম
কিংবদন্তি সাকিব আল হাসান রাজনৈতিক কারণে দেশে ফিরতে পারছেন না, জাতীয় দলে ডাক পাচ্ছেন না। এবিষয়ে এক পডকাস্ট আলোচনায় কথা বলেছেন তার সাবেক সতীর্থ তামিম ইকবাল। জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিবকে নিয়ে তামিম বলেছেন, অবশ্যই দেশে ফিরে মামলা মোকাবেলা করলে খেলতে পারবেন।
তামিম বলেছেন, ‘সাকিব একজন সক্রিয় খেলোয়াড়, সে খেলার মধ্যে আছে। সে বাংলাদেশের একজন খেলোয়াড়। যদি সে বাংলাদেশে উপস্থিত থাকে, অনুশীলন করে, বাংলাদেশের জন্য খেলে, যদি নির্বাচকরা মনে করে সে এখনও খেলার জন্য উপযুক্ত, যেটা আমি মনে করি সে খেলার জন্য উপযুক্ত, তাকে জাতীয় দলে নির্বাচন করা উচিত।’
‘সাকিবকে দেশে ফিরিয়ে আনা আমার হাতে নেই, এটা আইনের হাতে রয়েছে। যদি সে সিদ্ধান্ত নেয় তার বিরুদ্ধে যে মামলা হয়েছে সেগুলো লড়বে, মুক্ত হয়ে ফিরে আসে, অনুশীলন করে, ঠিক আছে। সে বাংলাদেশের একজন খেলোয়াড়। সে মার্কিন যুক্তরাষ্ট্রের খেলোয়াড় না, পর্তুগালের নয়, সে বাংলাদেশের খেলোয়াড়। আমি দেখেছি বাংলাদেশের আগের দুজন বোর্ড সভাপতি তার বিষয়ে প্রশ্ন করায় বেশ বিব্রত হয়েছেন। আমি জানি না, কেন তারা সত্যিটা বলেন না, তারা কেন সত্যিটা বলতে পারেন না। কোর্টের মামলায় লড়াটা বিসিবির হাতে নেই, এটা তাদের হাতে নেই, কথাটা বললেই হয়।’
সাকিবের ব্যাপারে তামিম আরও বলেন, ‘সাকিব যদি সিদ্ধান্ত নিয়ে থাকে সে বাংলাদেশের হয়ে খেলবে, প্রথমেই তাকে যা করতে হবে সেটা হল বাংলাদেশে ফিরে আসতে হবে। বিষয়গুলোর সমাধান করতে হবে। অনুশীলন করে নির্বাচনের জন্য বিবেচনায় আসতে হবে এবং সে বাংলাদেশে খেলার জন্য যথেষ্ট উপযুক্ত। এটাই সবচেয়ে সত্যি এবং বোধসম্পন্ন উত্তর, আমি কিছু লুকাচ্ছি না। অন্য দুই বোর্ড সভাপতিরও একই উত্তর দেয়া উচিত ছিল।’
‘ধরেন, আমি বিসিবির সভাপতি হলাম, আমার কি ওই ক্ষমতা হবে যে তার বিরুদ্ধে মামলা নিষ্পত্তি করার? আমি আইন প্রণয়নকারী নই। বিষয়টি এমন হবে, আমি বিসিবির সভাপতি এবং সেটা আমার হাতে নেই। আমি মনে করি তার একজন আইনজীবী নেয়া প্রয়োজন, এটাকে মোকাবেলা করা, ফিরে আসা, নির্বাচনের জন্য উপযুক্ত হওয়া। আমি মনে করি এটাই যথেষ্ট। কিন্তু যদি সে সমাধান না করে, এটা আমার হাতে না, এটা তার দেশ, তার ক্যারিয়ার, এটা নিয়ে তারই ভাবা উচিত।’