হ্যান্ডশেক ইস্যুতে মুখ খুললেন সচিন,Ei Samay

‘সমস্যা ইংল্যান্ডের, ভারত কেন ভাববে?’, হ্যান্ডশেক ইস্যুতে মুখ খুললেন সচিন

অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফিতে ক্রিকেট ছাড়াও চর্চায় উঠে এসেছে একাধিক বিষয়। এর মধ্যে বিতর্কের সৃষ্টি হয়েছে ম্যাঞ্চেস্টার টেস্টের একটি ঘটনা নিয়ে। ম্যাচ ড্র করার প্রস্তাব নিয়ে জাডেজা ও সুন্দরের সঙ্গে হাত মেলাতে এসেছিলেন স্টোকস-ব্রুকরা। কিন্তু দু’জনেই তখন পৌঁছে গিয়েছিলেন সেঞ্চুরির কাছে। আর ইংল্যান্ডকে পাল্টা চাপে ফেলতে দু’জনেই সেই প্রস্তাব ফিরিয়ে দেন।

এই বিষয়টা পছন্দ হয়নি ব্রিটিশ ক্রিকেটারদের। ঘটনাটা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে দুই শিবিরের মধ্যে। এই নিয়ে এ বার মুখ খুললেন সচিন তেন্ডুলকর।

হ্যান্ডশেক বিতর্ক নিয়ে কী বললেন সচিন তেন্ডুলকর?

এই ঘটনায় পুরোপুরি ভারতের পাশে দাঁড়িয়েছেন সচিন। তিনি বলেন, ‘কেন ওরা এগিয়ে গিয়ে হাত মেলাবে? ইংল্যান্ডের বোলার ও ফিল্ডাররা যাতে বিশ্রাম পান, সেটা ভারতীয় ক্রিকেটাররা কেন ভাববে? ইংল্যান্ড যদি হ্যারি ব্রুককে দিয়ে বোলিং করায়, সেটা বেন স্টোকসের সিদ্ধান্ত। ভারতের সমস্যা নয়।’

Test cricket… absolute goosebumps.
Series 2–2, Performance 10/10!

SUPERMEN from INDIA! What a Win. 💙🇮🇳🏏 pic.twitter.com/ORm1EVcbRH

সচিন আরও বলেন, ‘ওয়াশিংটন এবং জাডেজা দু’জনেই সেঞ্চুরি করেছেন। ওঁরা ড্রয়ের জন্য খেলছিলেন। ব্যাট করতে নেমে শুরুতেই আউট হয়ে গেলে ম্যাচ হেরে যেতাম আমরা। তা ছাড়াও সিরিজের ফয়সালা হয়ে যায়নি তখনও। তাই পঞ্চম টেস্টে ইংল্যান্ডের বোলারদের কেন তরতাজা ভাবে নামার সুযোগ দেবে ভারত? সেটার কোনও উত্তর নেই ওঁদের কাছে। শুবমান, গম্ভীর বা জাডেজা যে এই সিদ্ধান্ত নিয়েছে, আমি তাঁর পাশে আছি। এই বিষয়ে ভারতীয় টিমকে পুরোপুরি সমর্থন করছি।’

India vs England

এই ঘটনা নিয়ে সাংবাদিক বৈঠকেও একে অন্যকে তোপ দাগে ভারত ও ইংল্যান্ড। কড়া ভাবেই মুখ খোলেন বেন স্টোকস, গৌতম গম্ভীররা। মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে বিশেষজ্ঞ এবং প্রাক্তনীদের থেকে। তবে সচিনের মতো ব্যক্তিত্ব এই নিয়ে মুখ খোলায় চর্চা বাড়ল ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

India vs England