মহম্মদ সামি,ANI,Ei Samay,

‘সমস্যা থাকলে সামনে এসে বলুক…’, ভবিষ্যৎ নিয়ে বিস্ফোরক মন্তব্য ‘ব্রাত্য’ সামির

জাতীয় দলে ব্রাত্য অনেকদিন ধরেই। চোট সারিয়ে ফিরলেও সুযোগ মেলেনি ইংল্যান্ড সফরে। IPL-এও নজর কাড়তে পারেননি তিনি। তবে জাতীয় দলে ফেরার আশা এখনও ছাড়েননি মহম্মদ সামি। স্পষ্ট জানিয়ে দিলেন, অবসরের কথা ভাবছেন না একেবারেই। সামির কথায় ফুটে উঠল নিজেকে প্রমাণ করে দেখানোর তাগিদ। নির্বাচকরা দলে না নিলেও ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন, এমনটাই জানালেন সামি। কড়া ভাষায় এক হাত নিলেন সমালোচকদের। মুখ খুললেন কেরিয়ার ও ভবিষ্যৎ নিয়েও। কী বললেন সামি?

সম্প্রতি নিউজ়২৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খোলেন সামি। অবসর নিয়ে প্রশ্নের উত্তরে বলেন, ‘আমার খেলা নিয়ে যদি কারও সমস্যা থাকে, তাহলে বলুক সেটা। আমি অবসর নিলে কার জীবন সুন্দর হয়ে যাবে? কারও জীবনে আমি পাথর হয়ে বসে নেই যে সরিয়ে দিলেই সব সমাধান হয়ে যাবে। যদি আমায় দলে না নাও, না খেলাও, তাতেও আমার যায় আসে না। আমি কঠোর পরিশ্রম চালিয়ে যাব।’

Mohammad Shami

ইংল্যান্ড সিরিজ়ের দলে জায়গা না পাওয়ায় প্রশ্নের মুখে পড়েছিল সামির কেরিয়ার। তবে আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ না পেলেও ঘরোয়া ক্রিকেটে লড়াই চালিয়ে যাবেন, এমনটাই জানালেন সামি। পরোক্ষ ভাবে বার্তা দিলেন নির্বাচকদেরও। ইংল্যান্ড সফরের দলে তাঁর জায়গা না পাওয়ার কারণ হিসেবে অনেকেই বলেছিলেন, চোট সারিয়ে ফিরে ৫ দিনের ম্যাচের ধকল নেওয়ার জন্য তৈরি নন সামি।

Mohammed Shami

এই নিয়ে ৩৪ বছর বয়সি পেসার বললেন, ‘টেস্ট খেলার জন্য যখন সকাল ৭টায় উঠতে সমস্যা হবে, তখন ভাবব অবসরের কথা। এখন আমি ভোর ৫টায় উঠতেও রাজি। তবে বাকিটা নির্বাচকদের হাতে। আমি সব ফরম্যাটে খেলার জন্য প্রস্তুত। দলীপ ট্রফিতে ৫ দিন খেলতে পারলে, টেস্টে কেন পারব না? তাই এই আলোচনাই ভুল।’ উল্লেখ্য, বৃহস্পতিবার পূর্বাঞ্চলের হয়ে দলীপ ট্রফিতে নামছেন মহম্মদ সামি।