টি-টোয়েন্টি ক্রিকেটে এবার বিশ্বরেকর্ড গড়ছেন আফগানিস্তান ক্রিকেট দলের অধিনায়ক রশিদ খান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট শিকারের বিশ্বরেকর্ড এখন তার দখলে। সাম্প্রতিক সময়ে ফর্মের চ্যালেঞ্জের মধ্য দিয়েই যাচ্ছিলেন এই লেগস্পিনার। আইপিএলে হতাশাজনক পারফরম্যান্সের পর দ্য হান্ড্রেডে গড়েছিলেন অনাকাক্সিক্ষত এক রেকর্ডও। তবে শারজায় অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে আমিরাতের বিপক্ষে মাঠে নেমে যেন নতুন করে জানান দিলেন নিজের সামর্থ্যরে। সোমবার অনুষ্ঠিত ম্যাচে আমিরাতকে ৩৮ রানে হারায় আফগানিস্তান। ১৮৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে স্বাগতিকরা নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে করতে পারে মাত্র ১৫০ রান। বল হাতে আলো ছড়ান রশিদ খান। মাত্র ২১ রানের বিনিময়ে তুলে নেন ৩ উইকেট। আর এই তিন উইকেটই তাকে পৌঁছে দেয় বিশ্বরেকর্ডের শীর্ষে। এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড ছিল নিউজিল্যান্ডের সাবেক তারকা পেসার টিম সাউদির। ১২৬ ম্যাচে ১৬৪ উইকেট নিয়েছিলেন তিনি। রশিদ মাত্র ৯৮ ম্যাচেই ভেঙে দিলেন সেই রেকর্ড, এখন তার ঝুলিতে রয়েছে ১৬৫ উইকেট। শীর্ষ তালিকায় রশিদ ও সাউদির সঙ্গে জায়গা করে নিয়েছেন আরও কয়েকজন নামকরা বোলার। বাংলাদেশের সাকিব আল হাসান ১২৯ ম্যাচে নিয়েছেন ১৪৯ উইকেট। আর মোস্তাফিজুর রহমানের সংগ্রহ ১১৩ ম্যাচে ১৪২টি।