,ANI

ফেয়ারওয়েলের প্রশ্নে ক্ষুব্ধ, বিরাট-রোহিতের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন BCCI কর্তা

সেপ্টেম্বরের ৯ তারিখ থেকে শুরু এশিয়া কাপ। এই টুর্নামেন্ট শেষ হলেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ODI সিরিজ় খেলতে যাবে ভারত। আর এই সিরিজ়েই নাকি শেষ খেলতে দেখা যাবে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে, এমন গুঞ্জন শোনা যাচ্ছিল শেষ কয়েকদিন ধরে। অস্ট্রেলিয়া সফরের পরেই নাকি এই দুই তারকার সঙ্গে ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বসবে BCCI, এমনটাও জানা গিয়েছিল অনেক রিপোর্ট থেকে। এ বার এই নিয়ে মুখ খুললেন বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা। কী বললেন তিনি?

বিরাট-রোহিতের ভবিষ্যৎ নিয়ে কী বললেন রাজীব শুক্লা?

সম্প্রতি উত্তরপ্রদেশ টি-টোয়েন্টি লিগের দুই সদস্যের সঙ্গে একটি পডকাস্টে অংশ নিয়েছিলেন রাজীব শুক্লা। বিরাট-রোহিতকেও সচিনের মতো ফেয়ারওয়েল দেওয়া হবে কি না, সেই প্রশ্ন করা হয় তাঁকে। এতে কিছুটা ক্ষুব্ধ হন রাজীব।

তিনি বলেন, ‘ওঁরা তো এখনও খেলা চালিয়ে যাচ্ছেন, তাই ফেয়ারওয়েল নিয়ে মাথা ঘামানোর কিছু হয়নি। দুই ফরম্যাট থেকে অবসর নিলেও ODI-তে খেলবেন দু’জনেই। বোর্ডের নীতি খুবই সুস্পষ্ট। আমরা কাউকেই অবসর নেওয়ার জন্য বলি না। এটা নিয়ে ক্রিকেটাররাই সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্তকে আমরা সম্মান জানাই।’

What’s next for Rohit Sharma and Virat Kohli?

Shri Rajeev Shukla @ShuklaRajiv (Vice President, BCCI; Director, Asian Cricket Council; MP, Rajya Sabha) shares his thoughts in a very special episode of Long Off Lounge.

Now live on YouTube — https://t.co/Z5oxTzCbrL @UPCACricket |… pic.twitter.com/srflE3Bc9M

টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ওই ফরম্যাটকে বিদায় জানিয়েছিলেন বিরাট ও রোহিত। কিন্তু টেস্টের ক্ষেত্রে কোনও ফেয়ারওয়েল ম্যাচের আয়োজন করেনি BCCI। বর্ডার-গাভাসকর ট্রফিতেই শেষ খেলেছিলেন দু’জনে। ঘরোয়া ক্রিকেটে খেললেও, ইংল্যান্ড সফরের আগে হঠাৎই অবসর ঘোষণা করেন তাঁরা। তাই অনেকেই দাবি করেন, ODI থেকে অবসরের আগে দুই তারকার জন্য ফেয়ারওয়েল ম্যাচের আয়োজন করার।

ফেয়ারওয়েলের প্রশ্নে ক্ষুব্ধ, বিরাট-রোহিতের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন BCCI কর্তা

এই নিয়ে রাজীব শুক্লা বলেন, ‘যখন সঠিক সময় হবে, আমরা নিশ্চয়ই ভাবনাচিন্তা করব এটা নিয়ে। বিরাট যথেষ্ট ফিট এখনও, রোহিতও ভালো খেলছেন। তারপরেও সবাই ফেয়ারওয়েল নিয়ে এত চিন্তিত কেন?’

তবে বোর্ড কর্তা যাই বলুন না কেন, আসন্ন অস্ট্রেলিয়া সফরের পরেই ভবিষ্যতের ছবিটা অনেকটা স্পষ্ট হয়ে যাবে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

ফেয়ারওয়েলের প্রশ্নে ক্ষুব্ধ, বিরাট-রোহিতের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন BCCI কর্তা