এশিয়া কাপের দলে নুরুল-সাইফ চমকের ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক
প্রায় বছর তিনেক আগে সবশেষ জাতীয় দলের জার্সিতে টি-টোয়েন্টি খেলেছেন নুরুল হাসান সোহান। ২০২৩ সালের পর জায়গা হয়নি সাইফ হাসানেরও। দীর্ঘসময় পর এশিয়া কাপ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরতে চলেছেন তারা দু’জন।
এদিকে বাংলাদেশ দলের সর্বশেষ টি-টোয়েন্টি দলে থাকলেও এশিয়া কাপের বিমানে চড়া হচ্ছে না মোহাম্মদ নাঈমের।
শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় ঘোষিত এশিয়া কাপের দল নিয়ে আজ (শনিবার) মিরপুরের হোম অব ক্রিকেটে গণমাধ্যমের মুখোমুখি হন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।