নিন্দার মুখে BCCI,Ei Samay

১০ হাজার কোটি আয়, অথচ টেলিকাস্ট নেই দলীপ ট্রফির, কটাক্ষের মুখে BCCI

বিশ্বের সবচেয়ে ধনী বোর্ড BCCI। ICC-র আয়ের একটা বড় অংশ আসে এই BCCI থেকে। অন্যদিকে এশিয়ান ক্রিকেট কাউন্সিল বকলমে চলে এই BCCI-এর টাকাতেই। কিন্তু সেই ধনী বোর্ডের আঞ্চলিক টুর্নামেন্ট অনলাইনে সম্প্রচার হচ্ছে না। দলীপ ট্রফি দিয়ে ভারতীয় ক্রিকেটের ঘরোয়া মরশুম শুরু হয়। এ বার সেই দলীপ ট্রফি সম্প্রচার হচ্ছে না। যেই ঘটনার পর নিন্দার মুখে পড়েছে বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড।

ভারতের ঘরোয়া ক্রিকেট শুরু হয় দলীপ ট্রফির হাত ধরে। এই দলীপ ট্রফিতে খেলেন জাতীয় দলে খেলা একাধিক প্লেয়ার। অন্যদিকে যারা ঘরোয়া ক্রিকেট খেলেন তাঁরাও রঞ্জি ট্রফির জন্য প্রস্তুতি সারেন এই দলীপ ট্রফি দিয়েই। এ বারের দলীপ ট্রফি গুরুত্বপূর্ণ কারণ এশিয়া কাপের দলে থাকা প্লেয়াররা খেলবেন এখানে। আর সেই দলীপ ট্রফিই অনলাইনে সম্প্রচার করা হচ্ছে না।

Duleep Trophy bcci

এটা সামনে আসার পর নিন্দার মুখে পড়েছে BCCI। বর্তমানে প্রযুক্তির যুগে যেখানে পাড়ার ফুটবল লিগ পর্যন্ত ফেসবুক, ইন্সটাগ্রামে অনলাইনে সম্প্রচার করা হচ্ছে সেখানে BCCI-এর লিগের এই অবস্থা হাস্যকর জায়গায় নিয়ে গিয়েছে।

সময় যত এগোচ্ছে ততই বিশ্বে বাড়ছে ফ্র্যাঞ্চাইজ়ি লিগ। বিশ্বের সব লিগগুলো দেখানো হয় অনলাইনে। কিন্তু দলীপ ট্রফি দেখাতে পারল না BCCI।

Duleep Trophy bcci

ক্রিকেট সমর্থকদের দাবি, BCCI-এর কাছে যা পরিকাঠামো আছে তাতে তারা নিজেদের ইউটিউব বা ফেসবুকে সম্প্রচার করতে পারত দলীপ ট্রফির ম্যাচগুলো। ২০২৪-২৫ মরশুমে যেই বোর্ডের আয় ছিল ১০ হাজার কোটি টাকা তাদের পক্ষে সেটা কঠিন হতো না বলে দাবি করেছেন সমর্থকরা। অনেকে প্রশ্ন তুলছেন, ‘যদি নিজেদের লিগ আয়োজনই করতে না পার, তা হলে এত টাকা আয়ের কী দরকার?’