পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন তরুণ ক্রিকেটার, প্রকাশ্যে CCTV ফুটেজ, জোর চর্চা সোশ্যাল মিডিয়ায়
খেলতে খেলতে অথবা জিম করার সময়ে হৃদরোগে আক্রান্ত হয়ে একের পর এক তরুণ ক্রিকেটারের মৃত্যু। কেন হচ্ছে? চর্চা চলছে তা নিয়ে। এর মধ্যেই প্রাণ হারালেন জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার আরও এক তরুণ ক্রিকেটার ফারিদ হুসেন। তবে হৃদরোগে আক্রান্ত হয়ে নয়, পথ দুর্ঘটনায়। জম্মু-কাশ্মীর ক্রিকেটে যথেষ্ট পরিচিত মুখ ছিলেন ফারিদ।
পুলিশ জানিয়েছে, গত ২০ অগস্ট দুর্ঘটনার কবলে পড়েছিলেন তিনি। তার পর থেকে তাঁর চিকিৎসা চলছিল। তবে শনিবার চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। তবে ফারিদের মৃত্যু নিছক দুর্ঘটনা, নাকি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে, সেই বিষয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্ন তুলে দিয়েছে ঘটনার CCTV ফুটেজ।
কী রয়েছে CCTV ফুটেজে?
ফুটেজে দেখা যাচ্ছে ফারিদ একটি মোটরবাইক চালিয়ে যাচ্ছেন। সেই সময়ে রাস্তার বাঁ পাশে দাঁড়িয়েছিল একটি গাড়ি। ফারিদ সেই গাড়িটিকে অতিক্রম করে যাওয়ার সময়েই আচমকা দরজা খুলে যায় গাড়িটির। ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়েন ফারিদ। এর পরে গাড়িটি থেকে বেরিয়ে আসতে দেখা গিয়েছে এক ব্যক্তিকে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে এসেছিলেন স্থানীয় বাসিন্দারাও। তাঁরাই ধরাধরি করে ফারিদকে নিয়ে গিয়েছিলেন হাসপাতালে।
#Viral Video: A man Fareed Khan, who was a renowned cricketer from Poonch, has lost his life in this incident. #Poonch #RoadAccident #greaterjammu pic.twitter.com/IycMdPQNP1
এই CCTV ফুটেজ সামনে আসার পরেই ফারিদের মৃত্যু নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন নেটিজ়েনরা। ফারিদ যাওয়ার আগেও গাড়িটির পাশ দিয়ে আরও অনেকেই যাতায়াত করছিলেন। সেই সময়ে কিছু হয়নি। হঠাৎ, ফারিদ গাড়িটির পাশ দিয়ে যাওয়ার সময়েই কেন খুলে গিয়েছিল তার দরজা? ঘটনা কি নিতান্তই কাকতালীয়, নাকি ফারিদের ক্ষতি করার উদ্দেশ্যে ইচ্ছাকৃত ভাবেই এই দুর্ঘটনা ঘটানো হয়েছে? চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়। তদন্ত করছে পুলিশও। পাশাপাশি, এই দুর্ঘটনার পরে পথ নিরাপত্তা নিয়ে সচেতন করার কাজও চালচ্ছে তারা।
উল্লেখ্য, ২০২২ সালে এক পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডস। দুর্ঘটনার কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হয়েছিল ঋষভ পন্থকেও। এ বার এক দুর্ঘটনা কেড়ে নিল ফারিদের মতো এক তরুণ ক্রিকেটারকে। জম্মু-কাশ্মীর ক্রিকেট মহলের অনেকেই জানিয়েছেন, কেন্দ্রশাসিত অঞ্চলটির বহু তরুণ ফারিদকে দেখেই ক্রিকেট খেলায় উৎসাহিত হয়েছিলে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে উপত্যকায়।